মুম্বাই, ১০ ডিসেম্বর- দাঙ্গাল সিনেমায় তরুণ ও বৃদ্ধ- এই দুই চরিত্রে অভিনয় করার জন্য অল্প সময়ের মধ্যেই বড় ধরণের শারিরীক পরিবর্তনের মধ্য দিয়ে গিয়েছিলেন আমির খান। এবার জানা গেল নতুন সিনেমা রাইস-এর জন্য তিনটি ভিন্ন রূপে দেখা যাবে শাহরুখ খানকে। সিনেমাটির অঙ্গসজ্জা-পরিকল্পক শিতল শর্মা জানান, সিনেমার গল্পে দেখা যাবে কীভাবে ছোট শহরের সাধারণ এক ছেলে থেকে রাঘব বোয়ালে পরিণত হন রাইস। সেই রূপান্তর তার চেহারার মধ্য দিয়েই দেখতে পাবেন আপনারা। আশির দশকের গুজরাটের পটভূমিতে তৈরি রাইস-এর গল্প তৈরি হয়েছে এক অবৈধ ব্যবসায়ীকে ঘিরে, যাকে থামাতে উঠেপড়ে লাগে এক পুলিশ কর্মকর্তা। শিতল মনে করছেন, শাহরুখ নতুন রূপে নিজের চেহারা সাজানোর পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে বেশ উদার মানসিকতা পোষন করেন। তিনি বলেন, শাহরুখ-এর সঙ্গে কাজ করাটা সবসময়ই আনন্দের, কারণ নিজের চেহারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার ব্যাপারে তিনি খুবই খোলামনের। অনুশীলনের সময় তিনি দারুণ কিছু বুদ্ধি দিয়েছেন এই ব্যাপারে এবং নিজের রূপকে চরিত্রের কাছাকাছি নিয়ে যেতে তিনি যথাসাধ্য চেষ্টা করছেন। শাহরুখের রূপ সম্পর্কে তিনি আরও বলেন, আশির দশকের দস্তুরমতোই বড় কলারের শার্টে দেখা যাবে তাকে। পোশাকের ক্ষেত্রে হালকা থেকে ক্রমেই গাঢ় রঙে প্রবেশ করবো আমরা। আমরা আভিজাত্য বজায় রাখছি, কিন্তু এটাও মাথায় রাখছি, যেন বাড়াবাড়ি না হয়ে যায়। রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই সিনেমার মাধ্যমে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের অভিষেক ঘটছে মুম্বাইয়ের সিনে জগতে। আর/১০:১৪/১০ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hpUisu
December 11, 2016 at 05:06AM
10 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top