মুম্বাই, ২৪ ডিসেম্বর- প্রতি বছরের মতো এই বছরেও ফোর্বস ইন্ডিয়া ম্যাগাজিন ২০১৬ সালের সেরা উপার্জনকারী ১০০ তারকার তালিকা ঘোষণা করল। এই বছর শাহরুখ খানকে পিছনে ফেলে দিলেন সালমান খান। শুধু শাহরুখ নন, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনকেও পেছনে ফেলে দিয়েছেন সালমান খান। এ বছরটা সালমানের জন্য ভাগ্য নিয়ে এসেছে। গাড়ি চাপায় পথচারী হত্যা মামলা থেকে শুরু করে কৃষ্ণসার হত্যা মামলা থেকেও অব্যাহতি পেয়েছেন তিনি। এমনকি তার ছবি সুলতান বক্স অফিসে সুপারহিট। ৩০০.৪৫ কোটি আয় করেছে ছবিটি। শুধু বক্স অফিসেই নয়। সমালোচকদেরও প্রশংসা পেয়েছে ছবিটি। গত বছর সালমানের প্রেম রতন ধন পায়োও বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল। তবে গতবছর ফোর্বসের তালিকায় আয়ের দিক থেকে শাহরুখ ছিলেন সালমানের আগে। কিন্তু এ বছর আর তার পুনরাবৃত্তি হয়নি। গত বছর পাঁচ নম্বরে ছিলেন আমির খান। কিন্তু এ বছর তিনি তালিকায় স্থান পাননি। নারী অভিনেতাদের মধ্যে তালিকায় স্থান পেয়েছেন দীপিকা পাড়ুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া। তারা পেছনে ফেলে দিয়েছেন অমিতাভ বচ্চনকেও। সেরা দশে জায়গা পাননি অমিতাভ বচ্চন। এক নজরে দেখে নিন, ফোর্বস তালিকায় সেরা দশে স্থান পেয়েছেন কারা: ১। সালমান খান (২৭০.৩৩ কোটি) ২। শাহরুখ খান (২২১.৭৫ কোটি) ৩। বিরাট কোহলি (১৩৪.৪৪ কোটি) ৪। অক্ষয় কুমার (২০৩.০৩ কোটি) ৫। মহেন্দ্র সিং ধোনি (১২২.৪৮ কোটি) ৬। দীপিকা পাড়ুকোন (৬৯.৭৫ কোটি) ৭। শচিন টেন্ডুলকার (৫৮ কোটি) ৮। প্রিয়াঙ্কা চোপড়া (৭৬ কোটি) ৯। অমিতাভ বচ্চন (৩২.৬২ কোটি) ১০। হৃতিক রোশন (৯০.২৫ কোটি) সূত্র: বলিউড লাইফ আর/১৭:১৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2icZcX2
December 25, 2016 at 12:25AM
24 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top