উবের চালকের অ্যাকাউন্টে ৭ কোটি

হায়দরাবাদ, ২৩ ডিসেম্বরঃ এক উবের চালকের ব্যাংক অ্যাকাউন্টে ৭ কোটি টাকা জমা পড়ল। আয়কর দপ্তরের কর্মীরা এই তথ্য হাতে পেতে হতবাক হয়ে যান। তদন্তে নেমে অবশ্য আসল তথ্য হাতে আসে। টাকা জমা পড়ার দিন ব্যাংকের বাইরে সিসিটিভির ফুটেজ দেখে আবিষ্কৃত হয় ওই টাকা জমা দিচ্ছে চালকের দুই সঙ্গী। চালকের সঙ্গে তাদেরও গ্রেফতার করা হয়। জানা যায়, এক স্বর্ণ ব্যবসায়ীর অ্যাকাউন্টে ওই টাকা জমা করার আগে প্রাথমিকভাবে উবের চালকের অ্যাকাউন্টে তা জমা করা হয়েছিল। কয়েক দিনের মধ্যে সেই টাকা ওই অ্যাকাউন্ট থেকে অদৃশ্য হয়ে যায়। জেরায় ওই চালক জানিয়েছে, ওই টাকা সম্পর্কে বিস্তারিত কিছু জানা নেই তার। পুলিশ অবশ্য জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2hBleln

December 24, 2016 at 06:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top