নয়া দিল্লী, ১১ ডিসেম্বর- খেলার মাঠে সাফল্যে ভাসছে ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর ইংলিশদের বিরুদ্ধেও ২-০ তে এগিয়ে রয়েছে কোহলি-রাহানে-জাদেজারা। কিন্তু ফর্মে থাকা ভারতীয় এই দলকে নতুন স্যুট দিতে পারছে না ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আর এর জন্য দায়ী বোর্ডের সঙ্গে লোধা কমিশনর সংঘাত। সম্প্রতি বিসিসিআইয়ের সিইও রাহুল জোহরি ভারতীয় দলের সদস্যদের জন্য ৫০টি নতুন ইতালিয়ান স্যুট কেনার প্রস্তাব দিয়েছিলেন। রাহুল একটি ইমেইলের মাধ্যমে অনুরাগ ঠাকুর, অজয় শিরকেসহ বোর্ডের সমস্ত উচ্চপদস্থ কর্তাদের কাছে তার প্রস্তাবটি পাঠান। সেখানে তিনি লিখেছিলেন, ভারতীয় দলের সদস্যদের এই মুহূর্তে একটি করে স্যুটের খুব দরকার। আমরা ৫০টি সেট অর্ডার দিতে ইচ্ছুক, যার এক একটির খরচ পড়বে প্রায় ২.৫ লাখ টাকা। সকলের অনুমতির অপেক্ষায় রয়েছি। কিন্তু বোর্ড রাহুলের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে। বোর্ডের অনেক সদস্য এটিকে অপচয়ও বলে উল্লেখ করেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, যতদিন না লোধা কমিটির সুপারিশ বোর্ড মেনে নিচ্ছে, ততদিন কোনো আর্থিক লেনদেন সংক্রান্ত সিদ্ধান্ত তারা নিতে পারবে না। রাহুলের মেইলের পরিপ্রেক্ষিতে এমনটাই জানিয়ে দেন বিসিসিআইর কৌঁসুলি অভিনব মুখোপাধ্যায়। যদিও ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটির পক্ষ থেকে বিষয়টি জানানো হয় লোধা কমিটিকেও। কিন্তু সেখানেও কোনো আশার আলো দেখা যায়নি। ফলে পুরনো স্যুট দিয়েই কাজ চালাতে হবে ধোনি-কোহলিদের! তথ্য সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১২:১৪/১১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hj8JeY
December 11, 2016 at 06:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top