মুম্বাই, ১১ ডিসেম্বর- ২০১৫ সালের বলিউডের সবচেয়ে ব্যয়বহুল ও ব্যবসাসফল সিনেমা বাহুবলি। প্রথম পর্বে দর্শকদের ধাঁধায় রেখে শেষ হয়েছিল সিনেমাটি। সম্প্রতি শেষ হয়েছে ছবিটির দ্বিতীয় পর্বের শুটিং। কিন্তু এর মাঝেই ছবিটির কিছু দৃশ্য ফাঁস হয়ে যায় অনলাইনে। আর তাই ছবিটিকে অন্য ভাবে পর্দায় উপস্থাপন করতে চাইছেন ছবির নির্মাতা এস রাজামৌলি। জনপ্রিয় গেম অব থ্রোনস ধারাবাহিকের আদলে ছোটপর্দায় দেখা যাবে সিনেমাটি, এমনই জানাচ্ছে ছবির টিম। অনেকেই বলছেন, বাহুবলি ২-এর যুদ্ধের বিশেষ দৃশ্য ইন্টারনেটে ফাঁস হয়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন পরিচালক রাজামৌলি। তবে এই জল্পনা সঠিক নয়। বাহুবলি যেরকম রুপালি পর্দায় জনপ্রিয়তার রাজত্ব কায়েম করেছে, তেমনটাই করতে চায় ছোটপর্দাতেই। সম্প্রতি সে কথা জানিয়েছেন চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্রপ্রসাদ। তার মতে, দর্শকদের কাছে গেমস অব থ্রোনস বেশ জনপ্রিয়। তার চেয়েও বেশি ভালো স্পেশ্যাল এফেক্টস, অ্যানিমেশন আর জাঁকজমক নিয়ে আমরা ধারাবাহিক হিসেবে ছোটপর্দায় বাহুবলি দেখাতে চাই। তবে কবে থেকে ছোটপর্দায় দেখানো হবে বাহুবলি ধারাবাহিক, তামিলের পাশাপাশি হিন্দিতেও কী ছবির ডাবিং করা হবে কিনা, ছবির অভিনেতা-অভিনেত্রীরাও টিভির জন্য অভিনয় করবেন কিনা, এত প্রশ্নের উত্তর এখনই জানাচ্ছেন না বিজয়েন্দ্রপ্রসাদ। তার মতে, এখনই সব বলে দিলে নাকি ধারাবাহিকের জন্য উত্তেজনা নষ্ট হয়ে যাবে। তবে সামান্য হলেও ধারাবাহিক সম্প্রচারের ব্যাপারে আলোকপাত করেছেন তিনি। চিত্রনাট্যকার বলেন, ধারাবাহিক বলেই চিত্রনাট্য বাড়াতে হবে। তিনি আপাতত সেই কাজটাই করছেন। সেটা শেষ হয়ে গেলেই বাকি খবরও চলে আসবে এক এক করে। সূত্র: ডেকান ক্রনিকলস আর/১২:১৪/১১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hq5Zzx
December 11, 2016 at 06:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top