আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর বলেছেন, ভারত সবসময় শান্তির পক্ষে। কিন্তু যুদ্ধের ভয়ে জাতীয় নিরাপত্তা নিয়ে সমঝোতা করার মতো কাপুরুষ তিনি নন। বুধবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে পারিকর এ মন্তব্য করেন। মনোহর পারিকর বলেন, আমরা নিশ্চিতভাবে শান্তির পক্ষে। ইতিহাস সাক্ষী, ভারত কখনো যুদ্ধ চায়নি। কিন্তু যুদ্ধকে ভয় পাওয়ার মতো কাপুরুষ তিনি নন। আমি নিজেকে সেই দলে ফেলতে চাই না। তিনি বলেন, দেশের নিরাপত্তা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশের সেনাবাহিনীর জন্য সর্বাধুনিক প্রযুক্তি, সমরাস্ত্রের কথা উল্লেখ করে পারিকর বলেন, অনেক সময় শক্তিশালী দেশ কর্তৃক শান্তি প্রতিষ্ঠিত হয়। কিছুদিন আগে পাকিস্তানের মাটিতে ঢুকে সীমান্ত এলাকার জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়ার প্রশংসাও করেন ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, যারা বাস্তবে অসমসাহসী ওই অভিযান সফল করেছেন, প্রকৃত কৃতিত্ব তাদেরই।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2hjjcFY
December 07, 2016 at 10:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.