১৮ মিনিটের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা মেসির

সাও পাওলো, ৭ ডিসেম্বরঃ তার পায়ের জাদুতে ১৮ মিনিটে বহু ম্যাচের রং বদলে দিয়েছেন। আর এবার মাত্র ১৮ মিনিটের জন্যই প্রাণে বাঁচলেন লিওনেল মেসি!

গত ২৮ নভেম্বর কলম্বিয়ায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ব্রাজিল ক্লাব ফুটবলের বেশকিছু ফুটবলার। দুর্ঘটনাগ্রস্ত সেই বিমান নিয়ে আজ চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে ব্রাজিলীয় মিডিয়া। যে বিমানে দুর্ঘটনা ঘটে, সেই বিমানে চড়েই ১১ নভেম্বর বিশ্বকাপ ফুটবলের যোগ্যতা অর্জন পর্বের খেলা শেষ করে দেশে ফিরছিলেন আর্জেন্টিনা দলের জাতীয় ফুটবলাররা। মেসিও ছিলেন সেই বিমানে। ব্রাজিল সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ১১ নভেম্বরের বিমানটিরও একই পরিণতি হওয়ার কথা ছিল। জ্বালানি প্রায় শেষ হয়ে গিয়েছিল। মাত্র ১৮ মিনিট সেই বিমানটির ওড়ার ক্ষমতা ছিল। তার মধ্যেই মেসিদের নিয়ে রানওয়েতে নেমে পড়ায় সেদিন বড়ো দুর্ঘটনা ঘটনেনি। আসল ঘটনা ঘটেছে ২৮ নভেম্বর। যদিও আর্জেন্টিনা ফুটবল সংস্থার তরফে এই ঘটনার সত্যতা স্বীকার করা হয়নি। মেসি নিজেও কোনো মন্তব্য করতে চাননি। কিন্তু  প্রশ্ন উঠছে, মেসিদের নিয়ে সমস্যা তৈরির পরও কেন সংশ্লিষ্ট বিমান সংস্থাটি সতর্ক হল না। সতর্কতা অবলম্বন করা গেলে হয়তো কলম্বিয়ার মাটিতে এমন বিমান দুর্ঘটনা হত না।



from Uttarbanga Sambad http://ift.tt/2hk6Ld5

December 08, 2016 at 12:54AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top