নিরীহ রোহিঙ্গাদের গণহত্যা বন্ধে মায়ানমার এ্যাম্বেসীর সামনে বিক্ষোভ

unnmed
মায়ানমারের রাখাইন রোহিঙ্গা নিরীহ অসহায় জনগনেকে নির্বিচারে গণহত্যা ,খুন, ধর্ষণ বন্ধ এবং অং সান সুকীরকে দেওয়া নোবেল পুরষ্কার প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে বৃটিশ বাংলাদেশী যুবসমাজ ও ফ্রেন্ডস সোসাইটি ইউকে।
মঙ্গলবার গ্রীনপার্কের মায়ানমার এ্যামব্যাসীর সামনে বিক্ষোভ কারীরা দুপুর ২ টা থেকে জড়ো হয়ে , মায়ানমার সরকারের নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের তীব্র ক্ষোভ ও নিন্দা জানান। বিক্ষোভ কারীরা গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে নিরবভূমিকা পালন করা ক্ষোভ জানান। তারা জাতিসংঘ সহ বিশ্ব নেতৃবৃন্ধক মিয়ানমার সরকারকে গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখার অনুরোধ করেন।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন এর আয়োজক জাবেদ হোসেন ,মহসিন মাহমুদ,আব্দুল গফ্ফার ,সায়েম আহমদ,শিপন চৌধুরী ,রাসেল আহমদ,আফজাল চৌধুরী ,ওয়াহিদুর রহমান আকাশ,মিলাদ আহমদ,সুলতান আহমদ ইমন, শিপন খান,রকিব আলী,রেজা করিম,হামিদ টি টু,মাফি,আবু শাহিদ,নূর আলম,আজহার হোসেইন,আব্দুল আউয়াল ,কবির আহমদ,নয়ন রায়,সুয়েব আহমদ সহ আরো অনেকে।এ সময় বিক্ষোভ কারীরা মায়ানমারের সরকারের গণহত্যার বিরুদ্ধে নানা শ্লোগান দেয় এবং বিভিন্ন ধরনের প্রতিবাদী ব্যানার ও ফ্রেস্টুন বহন করে তাদের
ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে। অনুষ্ঠানের অন্যতম আয়োজক মানবতার পক্ষে ও গণহত্যার বিরুদ্ধে সকলকে বিক্ষোভ কর্মসূচী সফল করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gbG9d9

December 08, 2016 at 01:02AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top