শিলিগুড়ি, ৭ ডিসেম্বরঃ মঙ্গলবার রাতে শিলিগুড়ির হায়দরপাড়ায় একটি সদ্যোজাত শিশুপুত্র উদ্ধার হল। বুদ্ধমন্দির রোডে আবর্জনার স্তূপ থেকে শিশুটিকে উধ্ধার করা হয়েছে। বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালের সিক নিউবর্ন কেয়ার ইউনিটে চিকিত্সাধীন রয়েছে শিশুটি। এই ঘটনায় জেলাশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করল সিডব্লিউসি।
মঙ্গলবার রাতে জনৈক লক্ষ্মী রায় বুদ্ধমন্দির রোড দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে শিশুর কান্না শুনতে পেয়ে আবর্জনার স্তূপের মধ্যে একটি শিশুকে পড়ে থাকতে দেখেন। তিনি খবর দেন ভক্তিনগর থানায়। থানা থেকে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি করে। শিশুটির শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিত্সকরা।
শিশু উদ্ধারের ঘটনায় তদন্ত করে জেলাশাসককে রিপোর্ট দেবে সিডব্লিউসি। জেলা শিশু সুরক্ষা আধিকারিক মৃণাল ঘোষ বলেন, এই ঘটনায় আমরা উদ্বিগ্ন। কে বা কারা শিশুটিকে ফেলে গেল তা তদন্ত করে রিপোর্ট দেওয়া হবে জেলাশাসককে। শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার ডাঃ অমিতাভ মণ্ডল বলেন, শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। ডেপুটি পুলিশ কমিশনার (জোন-২) সংমিত লেপচা জানান, ঘটনার তদন্ত চলছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2gVe9P3
December 08, 2016 at 12:59AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন