মাথাভাঙ্গা, ১৭ ডিসেম্বরঃ সরকারি হাসপাতালে গ্রামীণ চিকিত্সকদের প্রশিক্ষণের দাবিতে সোচ্চার হল গ্রামীণ চিকিত্সকদের সংগঠন রুরাল মেডিসিন প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন (আর.এম.পি.এ)। শনিবার মাথাভাঙ্গা শহরের ঝংকার ক্লাবে সংগঠনের মাথাভাঙ্গা ১নং ব্লক কমিটির পঞ্চম সম্মেলন মঞ্চ থেকে এই দাবি তোলেন সংগঠন নেতৃত্ব।
এদিন মাথাভাঙ্গা ঝংকার ক্লাবের সামনে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য কমিটির সহ সম্পাদক ও কোচবিহার জেলা কমিটির সম্পাদক সাজ্জাদ হোসেন আহমেদ। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক। সম্মেলনে সভাপতিত্ব করেন হরেকৃষ্ণ বর্মন।
এদিন সম্মেলনে প্রত্যেকেই গ্রামীণ চিকিত্সকদের প্রশিক্ষণ দিয়ে স্বীকৃতির দাবির পাশাপাশি যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গ্রামীণ চিকিত্সকদের স্বাস্থ্য বিভাগে নিয়োগের অগ্রাধিকার, চল্লিশোর্ধ গ্রামীণ চিকিত্সকদের সরকারিভাবে ভাতা প্রদানেরও দাবি ওঠে। বাজার থেকে অবৈধ ও নিষিদ্ধ ওষুধ তুলে নিয়ে ওষুধের মূল্য হ্রাস করার দাবি জানান সংগঠন নেতৃত্ব।
from Uttarbanga Sambad http://ift.tt/2hZYNX0
December 17, 2016 at 09:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন