বুয়েনোস আইরেস, ১৭ ডিসেম্বর- বার্সা-র জার্সিতে একের পর ম্যাচ জিতেছেন। বহুবার একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন দলকে। তাঁর পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিন্তু এই ছবি আর কতদিন দেখা যাবে? সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে এখন ফুটবল মহলে। কিছুদিন আগেই বিশ্বকাপে দলকে জেতাতে না পেরে জাতীয় দলের জার্সিই খুলে রেখে দিয়েছিলেন মেসি। যদিও পরে অবসর ভেঙে ফের জার্সি পড়েছেন। তা হলে কি সেই চিত্রই আবার দেখতে চলছেন মেসিভক্তরা? না, আসলে সেরকম কিছুই হয়নি। ফুটবলের এই রাজপুত্রের খেলায় মুগ্ধ গোটা বিশ্ব। এবার মেসিকে অবিশ্বাস্য অফার দিয়েছে চিনের হেবেই ফরচুন ক্লাব। জানা গিয়েছে, স্পেন থেকে উড়িয়ে চিনের এই ক্লাবে খেলতে আসার জন্য মেসিকে তাঁরা ৫০০মিলিয়ন ইউরো অফার করেছেন। যা বার্সা-য় মেসির পাওয়া টাকার ছয়গুণ। আগামী বছরেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বার্সা-র। এর পরেও তাঁরা মেসিকে রেখে দেবেন বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। তবে কত টাকার চুক্তিতে মেসি বার্সা-য় থাকবেন, তা বলা মুশকিল। এই পরিস্থিতিতেই হেবেই বিপুল অঙ্কের অর্থ দিয়ে মেসির সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তি করতে চাইছে। এখন এটাই দেখার যে, মেসি বার্সেলোনাতেই থাকবেন, না কি চিনের এই ক্লাবের সঙ্গে যুক্ত হবেন। মেসিভক্তরা তা দেখার অপেক্ষায়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hJTStG
December 18, 2016 at 03:11AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন