উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার পদে রদবদলে সিলমোহর দিল স্বাস্থ্যভবন। আগামী ২ জানুয়ারী নতুন সুপার হিসাবে দায়িত্ব নিচ্ছেন ডাঃ মৈত্রেয়ী কর। খবরের সত্যতা স্বীকার করে মঙ্গলবার রাজ্যের এক স্বাস্থ্যকর্তা জানিয়েছেন, ২ জানুয়ারি নতুন সুপার দায়িত্ব নেবেন। উত্তরবঙ্গ মেডিকেলের সুপার পদ সহ এদিন রাজ্যের মোট ১০ জন চিকিত্সকের এদিন বদলির নির্দেশিকা জারি হয়েছে। স্বাস্থ্যভবন থেকে একজন অতিরিক্ত স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (এডিএমই) মেডিকেলে আসছেন। এখান থেকে প্যাথোলজির এক চিকিত্সক এডিএমই পদে বদলি হয়ে স্বাস্থ্যভবনে যাচ্ছেন। মেডিকেলের বর্তমান সুপার ডাঃ নির্মল বেরা নিজের মনোরোগ বিভাগেই বিভাগীয় প্রধান পদে ফিরছেন। মেডিকেলের অ্যানাটমি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসার তথা স্টুডেন্টস্ অ্যাফেয়ার্স বিভাগের ডিন ডাঃ কর সুপার হিসাবে দায়িত্ব নিচ্ছেন। প্রসঙ্গত, গত বছরের ২৪ নভেম্বর সুপার হিসাবে দায়িত্ব নিয়েছিলেন নির্মলবাবু। তার পর থেকেই তিনি একাধিকবার দায়িত্ব ছাড়তে চেয়ে স্বাস্থ্যভবনে চিঠি দিয়েছিলেন। এদিন স্বাস্থ্যভবনে বদলির নির্দেশিকা জারি হলেও তা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পৌঁছায়নি বলেই সূত্রের খবর।
from Uttarbanga Sambad http://ift.tt/2ht53ZU
December 28, 2016 at 09:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন