মাহি-অশ্বিনে চিড়! কী বলছে ভক্তকূল?

মুম্বই, ২৩ ডিসেম্বরঃ জোড়া আইসিসি পুরস্কার পেয়ে বিরাট কোহলি, অনিল কুম্বলে ও অন্যান্য সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অনেকে ভাবছেন হয়তো বা দুজনের সম্পর্কে চিড় ধরেছে কোনো কারনে। বেজায় চটেছেন মহান্দ্র সিং ধোনির ভক্তগন। দাবি, আইপিএল থেকে জাতীয় দল- সবখানেই অশ্বীন বেড়ে উঠেছে মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায়। বরাবরই পেয়েছেন তাঁর সমর্থন। অথচ আসল সময়ে, সাফল্যের শিখরে পৌঁছে নামই করলেন না মাহির! না ব্যপারটা ঠিক সেরকম নয়। নাম  করেছেন। কিন্তু অন্যভাবে। তিনি অবশ্য বলেছেন, মহেন্দ্র সিং ধোনির অবসরের পর বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেটের তরুণ দলের শুরুটা ভালই হয়েছে। এমনটাই হওয়া উচিত। ভারতের সেরা ক্রিকেটার হিসেবে অশ্বীনের এহেন মন্তব্যে দুঃখিত ধোনি এবং অশ্বীনের অনেক ফ্যানই। সঙ্গে সঙ্গে টুইটারে বয়ে যায় সমালোচনার ঝড়। অশ্বীনের ফ্যান ফলোয়িং এ কিছুটা ভাঁটা পড়ে কিনা তাঁর এহেন কার্যকলাপে তা এখন শুধু সময়ের অপেক্ষা।



from Uttarbanga Sambad http://ift.tt/2i2Ak6Q

December 23, 2016 at 11:06PM
23 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top