লস অ্যাঞ্জেলস, ২৩ ডিসেম্বর- কদিন আগে রিহানা ও ড্রেকের সম্পর্কের কথা শোনা যাচ্ছিল বিভিন্ন গণমাধ্যমে। পরে শোনা যায়, টেইলর সুইফটে মজেছেন মার্কিন এ র্যাপার। কিন্তু ইদানিং হলিউডে চলছে অন্য বিতর্ক। সাম্প্রতিক গণমাধ্যম সূত্রে জানা যায়, জেনিফার লোপেজের সঙ্গে প্রেম করছেন ড্রেক। তাদের এক ঘনিষ্ঠ সূত্র টিএমজেডকে জানায়, ড্রেক ও লোপেজ একসঙ্গে ইদানিং প্রচুর সময় কাটাচ্ছেন। তাদের মতে, এখন শুধু সময়ের অপেক্ষা, যখন তাদের সম্পর্ক রোমান্টিক সম্পর্কে পরিনত হবে। ৩০ বছর বয়সী র্যাপার ড্রেক ও ৪৭ বছর বয়সী গায়িকা জেনিফার লোপেজকে গত সোমবার লস অ্যাঞ্জেলসে একসঙ্গে দেখা যায়। এমনকি লোপেজের একাধিক কনসার্টে ড্রেককে উপস্থিত থাকতে দেখা গেছে। যদিও ডেইলি মেইল সূত্র বলছে, তারা নাকি একসঙ্গে একটি গানে কাজ করছেন বলেই একসঙ্গে বন্ধুত্বপূর্ণ সময় কাটাচ্ছেন। প্রসঙ্গত, গত অক্টোবরে রিহানার সাথে প্রেমের সম্পর্ক থেকে আলাদা হন ড্রেক। অন্যদিকে গত আগস্টে ক্যাসপার স্মার্টের সঙ্গে বিচ্ছেদ করেন জেনিফার লোপেজ। সূত্র: ডেকান ক্রনিকলস আর/১০:১৪/২৩ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2io9uCF
December 24, 2016 at 05:31AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top