বার্সেলোনা, ০৯ ডিসেম্বর- বড় তারকা ফুটবলারদের কর ফাঁকির ব্যাপারটা যেন নিয়মিতই হয়ে গেছে। কদিন আগেই কর ফাঁকির অভিযোগে হাজতবাসের মুখে পড়তে চলেছিলেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। নিজের দেশে কর ফাঁকি বিতর্কে এখনও চাপ রয়েছে নেইমারের উপর। আর এবার এ তালিকায় নতুন সংযোজন রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ অধিনায়কের কর ফাঁকির ব্যাপারে ইউরোপের কয়েকটি নামী দৈনিক অভিযোগ আনে। তাদের অভিযোগ ছিল, বিদেশি অ্যাকাউন্টের সাহায্যে কর ফাঁকি দিয়েছেন সিআর সেভেন। হিসেব মতো যা প্রায় ১৫ কোটি ইউরো। কিন্তু রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস জানান, রোনালদো মোটেই দোষী নন। নাটক অন্য মোড় নেয় স্পেনের সরকার এর মধ্যে হস্থক্ষেপ করায়। শনিবার স্প্যানিশ সরকার জানিয়ে দেয়, ঘটনা তদন্ত করে দেখা হবে। স্পেনের রাজস্য বিভাগের কর্মচারী ও অর্থমন্ত্রীর সঙ্গে যুক্ত সংস্থা গেস্থা জানিয়েছে, পুরোদমে তদন্ত হবে। সরকারি আইজনজীবীকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করা হবে। প্রয়োজনে ফৌজদারি মামলাও হবে। রোনালদো দোষী সাব্যস্ত হলে কর ফাঁকি দেওয়ার বিভিন্ন ধারায় ছয় বছরের হাজতবাসও করতে হতে পারে তার। কিন্তু তিনি নিজে কর ফাঁকির কথা স্বীকার করলে শাস্তি কম হতে পারে। বড়জোর আঠারো মাসের জেল।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gHE1Lq
December 09, 2016 at 04:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন