কুবি শিক্ষক সমিতির নির্বাচন নীল দলের দুই প্যানেলের বাকযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ১৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদ থেকে নীল দলের দুইটি প্যানেল ঘোষণা নিয়ে আইনি অবস্থানের বিষয়ে চলছে বাকযুদ্ধ। বৃহস্পতিবার সন্ধ্যায় আলাদা আলাদা সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নীল দলের দুইটি প্যানেল ঘোষণা করা হয়। বর্তমান উপাচার্যের মেয়াদ ২০১৭ এর ডিসেম্বরে শেষ বিধায় শিক্ষক সমিতির এ নির্বাচনের গুরুত্ব অনেক বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদের ২৩ জন সদস্যদের মধ্যে ৭ জন সদস্যসহ অন্যান্যদের নিয়ে প্যানেল ঘোষণা করেছে এক পক্ষ। বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বঙ্গবন্ধু পরিষদের কার্যনির্বাহী পরিষদের সাত সদস্যদের সমন্বয়ের গঠিত প্যানেলের পনের সদস্যের নাম পড়েন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান। প্যানেলে সভাপতি পদে ড. বিশ্বজিৎ চন্দ্র দেব ও সাধারণ সম্পাদক পদে ড. কাজী মোহাম্মাদ কামাল উদ্দিন সাধারণ সম্পাদক পদে প্রার্থী মনোনীত হয়েছেন। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের কেউই নেই এ প্যানেলের সাথে। নির্বাচনের জন্য এ রুপ প্যানেল ঘোষণা করা হয়েছে বলে দাবি করেন ড. কাজী কামাল উদ্দিন।

এ দিকে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সংবাদ সম্মেলন ও সংবাদ বিজ্ঞপ্তির সাধ্যমে নীল দলে প্যানেল ঘোষণা করেন। বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে নীল দলের প্যানেলে সভাপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন পেয়েছে ড. মোঃ আবু তাহের ও সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দাবি করেন, ২৩ জন কার্যনির্বাহী সদস্যদের মধ্যে সাত জন সদস্য নিয়ে ড. বিশ্বজিৎ ও ড. কামালের প্যানেল আলাদা হয়েছে। এখানে বঙ্গবন্ধু পরিষদের সভার কোরামে সিদ্ধান্তের বাইরে গিয়ে তারা প্যানেল করেছেন। পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর ব্যতিত তারা নীল দলের প্যানেল ঘোষণা করতে পারেন না। বঙ্গবন্ধু পরিষদের নাম দিয়ে নীল দলের কথিত যে প্যানেল তারা ঘোষণা করেছেন তা আইন বহির্ভূত।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৭ এর পরিষদ হবে ৫ম কার্যনির্বাহী পরিষদ। শিক্ষক সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক বা সংখ্যাগরিষ্ঠদের সমর্থন ছাড়া নীল দলের যে প্যানেল গঠন করা হয়েছে তা নিয়ে চলছে নানা গুঞ্জন। অন্যদিকে ড. বিশ্বজিৎ ও ড. কামালের প্যানেল থেকে দাবি করা হয়েছে নির্বাচনের জন্য তারা এ প্যানেল ঘোষণা করতে পারেন।

The post কুবি শিক্ষক সমিতির নির্বাচন নীল দলের দুই প্যানেলের বাকযুদ্ধ appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2hbtFHl

December 09, 2016 at 10:13AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top