সানি লিওন৷ একদিন হঠাৎ জোর করেই এই নামটা ঢুকে পড়ে আমাদের চিন্তায়-চেতনায়৷ আমূল পরিবর্তন বা বদলকে যেখানে বিপ্লব বলে গলা ফাটায় বহুজনে, সেখানে চুপি চুপি আরও একটা বিপ্লবই বোধ হয় ঘটেছিল বলি-ইন্ডাস্ট্রিতে৷ তবে তার বীজকে অনেক আগেই জল-খাবার দিয়ে লালান পালন করছিলেন করণজিৎ কৌর বোহরা ওরফে সানি৷ সানির জীবনেও যেমন একের পর এক ঝোড়ো পরিবর্তন, তেমনই সেই পরিবর্তনের হাওয়ায় তার চারপাশে সবসময় ঘটনার ঘনঘটা৷ এমনই এক রঙিন মানুষকে আরও একটু কাছে থেকে জানতে চলুন একটু সময় দিই আজ ১) সানির আসল নাম করণজিৎ কৌর বোহরা৷ অ্যাডাল্ট কেরিয়ার শুরু আগেই এই নামেই নিজেকে আগাগোড়া নতুনভাবে তুলে ধরেন তিনি৷ ২) আর মাত্র ১৯ বছর বয়সে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে নাম লেখান তিনি৷ তবে তার আগে পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন ৷ এছাড়াও নীল দুনিয়ায় পা রাখার আগেই এক জার্মান বেকারি এবং পরে একটি ট্যাক্স এবং রিটায়ার ফার্মে কাজ করেন তিনি৷ ৩) কলিযুগ ছবিতে ক্যামিও করার কথা ছিল তাঁর৷ তবে তার টাকার অঙ্কের সঙ্গে নাকি পেরে ওঠেননি ছবির পরিচালক মোহিত সুরি৷ তবে তার সাত বছর পর জিসম টু, তার সেই সব আশা পূর্ণ করে৷ ৪) রিয়্যালিটি শো-তে প্রথম আত্মপ্রকাশ করে, তারপর আর পেছনে তাকাননি৷ তার রুপ-যৌবনকে আবারও ইউএসপি করে ঝড় তোলেন রুপোলি পর্দায়৷ ৫) তিনিই প্রথম এমন অ্যাডাল্ট স্টার, যিনি বলিউডে মূলধারার ছবিতে অভিনয় করে নিজের এমন একটি জায়গা করে নিয়েছেন৷ ৬) পর্ণ তারকাদের ইঁদুর-দৌড়ে, জনপ্রিয়তায় তিনি বরাবরই প্রথম সারিতে নিজের নাম ধরে রেখেছিলেন৷ ৭) রাগিণি এমএমস টু ছবিতে সানি অশরীরীর ভূমিকায় দেখা দিলেও, বাস্তবে তিনি কিন্তু এসবে মোটেও বিশ্বাস করেন না বলে জানা যায়৷ ভয় পান না ভূতেও৷ তবে কীটপতঙ্গ এবং ছারপোকাকে নাকি খুবই ভয় পান৷ ৮) ২০১৪সালে তামিল ছবি ভাদাকারিতে দেখা যায় মোহময়ী সানিকে৷ আইটেম নম্বরে দেখা যায় একটি কন্নড় ছবিতেও৷ ৯) দিল ছবি দেখার পর থেকেই তিনি নাকি প্রেমে পড়েন আমিরের৷ আর তখন থেকেই আমির তার ফেবারিট৷ তবে কানাঘুষো শোনা যাচ্ছে সেই জায়গা নাকি এখন নিয়েছে রণবীর সিং৷ ১০) সানির স্বামীর নাম ড্যানিয়েল ওয়েবার, যিনি পূর্বে বহু অ্যাডাল্ট ছবিতে সানির সহ-অভিনেতা এবং প্রযোজক ছিলেন৷কি চমকে গেলেন, তাইতো?
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2h33UIB
December 09, 2016 at 04:03PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
তুর্কি সিরিজ আরতুগ্রুলে মজেছেন ভারতের মুসলিমরা
07 Oct 20200টিমুসলিম বিশ্বে দারুণভাবে সাড়া ফেলে তুরস্কের টিভি সিরিজ দিরিলিস: আরতুগ্রুল। এখন কাশ্মীরসহ ভারতের মুসলি...আরও পড়ুন »
আবারো ভাইরাল শাহরুখকন্যার ছবি
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- উষ্ণতায় ভরা চোখ ঝলসানো ছবি শেয়ার করে ফের ভাইরাল হলেন বলিউড বাদশাহর কন্যা সুহানা ...আরও পড়ুন »
এবার সুশান্ত-ভক্তের আত্মহত্যার হুমকি
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় চারমাস পার হলেও এখন পর্যন্ত তা...আরও পড়ুন »
প্রায় একমাস পর জামিন পেলেন রিয়া চক্রবর্তী
07 Oct 20200টিমুম্বাই, ০৭ অক্টোবর- ৯ দিন জেলে কাটিয়ে অবশেষে জামিন পেলেন সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্...আরও পড়ুন »
কাজলের বাগদান সম্পন্ন, বিয়ের পিঁড়িতে বসছেন ৩০ অক্টোবর
07 Oct 20200টিমুম্বাই, ৭ অক্টোবর- তামিল, তেলেগু ও হিন্দি ছবির জনপ্রিয় অভিনেত্রী কাজল আগারওয়ালের বিয়ের গুঞ্জন শোনা ...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.