নাগেরকয়েল, ১৮ ডিসেম্বর- মালয়লম মডেল ও অভিনেত্রী ধন্যা মারি ভার্গেসকে ১৩০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এই নায়িকাকে তামিলনাড়ুর নাগেরকয়েল থেকে গ্রেফতার করা হয়েছে। এসময় ধন্যার স্বামী জন এবং ভাই স্যামুয়েলকেও আটক করেছে পুলিশ। স্যামসন বিল্ডার্স নামে ধন্যার শ্বশুর জ্যাকব স্যামসনের একটি নির্মাণ সংস্থা রয়েছে। প্রাক্তন সরকারি চাকুরে জ্যাকবকেও গত মাসে আর্থিক কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার করেছিল পুলিশ। ওই কোম্পানির ক্লায়েন্টরা লিখিত অভিযোগে জানিয়েছেন, তাদের থেকে ১০০ কোটি টাকা তোলা হয়েছে চড়া হারে সুদ দেওয়ার শর্তে। কিন্তু সময় পেরিয়ে গেলেও তা ফেরত দেওয়া হয়নি। বাকি ৩০ কোটি টাকা তোলা হয়েছিল বিনিয়োগকারীদের কাছ থেকে। পুলিশ জানিয়েছে, গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল না ধন্যার। কিন্তু তিনি ছিলেন ওই কোম্পানির অন্যতম পরিচালক। কোম্পানির ওয়েবসাইট চালাতেন ধন্যা। তার বিরুদ্ধে সেখানে ভুল তথ্য দিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগ রয়েছে । মালয়লম নায়িকার এই ঘটনা প্রকাশ্যে আসার পর মিডিয়াপাড়ায় রীতিমতো হইচই পড়ে গেছে। কেরালা ক্যাফে, ভাইরাম, থালাপাভু-র মতো জনপ্রিয় তামিল ছবির নায়িকা ধন্যা যে লোক ঠকানোর ব্যবসা করতে পারেন তা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। আর/১০:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hKl9fH
December 18, 2016 at 06:18AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top