মুম্বাই, ১৮ ডিসেম্বর- হায়দরাবাদ সানরাইজার্সেই থেকে গেলেন বিস্ময় বালক মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথমবার খেলতে গিয়ে চমক দেখিয়েন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্সের সাফল্যে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। দুর্দান্ত বোলিংয়ে প্রথম বিদেশি হিসেবে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন বাংলাদেশের এ উদীয়মান ক্রিকেটার। সবকিছু ভেবে নিজেদের লাভের জন্যই কাটার মাস্টারকে ছাড়েনি হায়দরাবাদ। অর্থাৎ ২০১৭ আইপিএলের নিলামে যাওয়া হচ্ছে না এ বাংলাদেশি পেসারের। তবে অনেকের মত, তিনি নিলামে গেলেই বেশি লাভবান হতেন। গেল আইপিএলে মোস্তাফিজ নিয়মিত বোলিং করেছেন পাওয়ার প্লে ও ডেথ ওভারে। আর এ সময়েই বোলারদের ওপর বেশি চড়াও হয়ে থাকেন ব্যাটসম্যানরা। এমন কঠিন পরিস্থিতিতে এ বাঁহাতি পেসার ১৬ ম্যাচে ২৪.৭৬ গড়ে নিয়েছেন ১৭ উইকেট, ইকোনমি মাত্র ৬.৯০। বাংলাদেশ ও হায়দরাবাদ সানরাইজার্স ম্যাচের দর্শকের কাছে আইপিএল যেন হয়ে উঠেছিল মোস্তাফিজের ৪ ওভার! গেলবার ১ কোটি ৪০ লাখ রুপি দিয়ে মোস্তাফিজকে নেয় হায়দরাবাদ। সর্বশেষ আইপিএলে উজ্জ্বল পারফরম্যান্সে বাংলাদেশের তরুণ পেসারকে সামনে নিশ্চয়ই আরো বেশি দামে অন্য ফ্র্যাঞ্চাইজিতে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু বাঁহাতি পেসার নিলামেই ওঠেননি। হায়দরাবাদ তাকে রেখে দিয়েছে। ঠিক কত টাকায় তাকে রেখে দিয়েছে, তা জানা যায়নি। নিলামের অঙ্কটা প্রকাশ্য হলেও কোনো খেলোয়াড়কে তার বর্তমান দল রেখে দিতে চাইলে সেটি দ্বিপক্ষীয় সমঝোতায় ঠিক হয়। তাই বলা যাচ্ছে না, এবার আইপিএলে খেলে মোস্তাফিজ কত টাকা পাবেন। আগে কখনো আইপিএলে খেলেনি, আন্তর্জাতিক ক্রিকেটেও অভিজ্ঞতা এক বছরের মতোএমন খেলোয়াড়ের দাম হিসেবে ১ কোটি ৪০ লাখ রুপি কম ছিল না। কিন্তু গতবার মোস্তাফিজ বুঝিয়ে দিয়েছেন, হায়দরাবাদ পানির দরে হিরে কিনেছে। এবার মোস্তাফিজের ওপর নিশ্চয়ই আরও অনেক ফ্র্যাঞ্চাইজির চোখ ছিল। তাঁকে নিয়ে নিলামে যে টানাটানি হতো না, তাও বা কে জানে! কিন্তু সেই সুযোগই পেল না কেউ। মোস্তাফিজ পুরোনো ঠিকানাতেই থেকে গেলেন। যদিও দক্ষিণ ভারতের সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও আবহাওয়ার সঙ্গে গতবার মানিয়ে নিতে কষ্ট হয়েছিল বলেই জানিয়েছিলেন কাটার মাস্টার। এমনও হতে পারে, তাঁকে হায়দরাবাদ ভালো অঙ্কের টাকা প্রস্তাব দিয়েছে। আর তা ছাড়া এখানে খেলে মোস্তাফিজ যে সমাদর পেয়েছেন, অধিনায়ক হিসেবে তাঁকে দারুণভাবে ব্যবহার করেছেন ডেভিড ওয়ার্নার। কোচ টম মুডিও। সব মিলিয়েই নিশ্চয়ই হায়দরাবাদে থেকে যাওয়াটাই ভালো সিদ্ধান্ত মনে হয়েছে মোস্তাফিজের। আসলে টাকার অঙ্কটাও তো বড় প্রভাবক। এটা না জানা পর্যন্ত বোঝা যাবে না, থেকে যাওয়াটা মোস্তাফিজের জন্য কতটা লাভজনক হলো। আইপিএলের অতীত বলছে, এক আসরে দুর্দান্ত করলে পরেরবার তার দাম আকাশছোঁয়াও হয়ে যেতে পারে। গতবার ক্রিস মরিসকে যেমন দিল্লি ডেয়ারডেভিলস কিনেছিল ৭ কোটি রুপিতে! আর/১০:১৪/১৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gMKQdK
December 18, 2016 at 06:30AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top