প্রতিশ্রুতিই সার, এখনও তৈরি হয়নি মার্কেট কমপ্লেক্স

জলপাইগুড়ি, ২২ ডিসেম্বরঃ উত্সবের মরশুম। সামনেই বড়দিন, নতুন বছর। পেটের টানে ফাঁকা জায়গাতেই ফের দোকান সাজিয়ে বসলো জলপাইগুড়ির দিনবাজারে আগুনে পুড়ে যাওয়া দোকানীরা। গত বছর ৭ মে রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছিল দিনবাজারের টিনশেডের দোকানগুলি। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় ১১৬ জন ব্যবসায়ী। এরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশে তত্কালীন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব ঘটনাস্থল পরিদর্শনে আসেন এবং দিনবাজার ব্যবসায়ী কল্যান সমিতির সঙ্গে বৈঠক করেন তিনি। পুড়ে যাওয়া জায়গায় অত্যাধুনিক মার্কেট কমপ্লেক্স নির্মান করে ব্যবসায়ীদের পুনর্বাসনের প্রতিশ্রুতি দেন তিনি। ঘটনার ১৯ মাস পেরিয়ে গেলেও কোনো কাজেই হাত দেয়নি কেউ। ব্যবসায়ীদের অভিযোগ, শুধু জায়গা পরিদর্শন করে গিয়েছেন একাধিক দলনেতা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আরও বলেন, দোকান ভাড়া করে দোকান করে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তাই বাধ্য হয়েই পুরনো জায়গাতেই দোকান সাজিয়ে বসেছেন উত্সবের আগে লাভের আসায়। এমন পরিস্থিতি আসতে পারে আগেই আঁচ করে সমিতির পক্ষ থেকে একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছিল।



from Uttarbanga Sambad http://ift.tt/2hLe2WH

December 22, 2016 at 07:52PM
22 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top