কুমিল্লায় ২ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিযন (র‌্যাব-১১)।

এ সময় তাদের কাছ থেকে ২৩ বোতল কফ সিরাপ, ৬ বোতল ফেনসিডিল, ৩ কেজি গাঁজা, ১ হাজার ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১ ল‍াখ ৪ হাজার ২৪০ টাকা উদ্ধার করা হয়।

সোমবার রাত ৮টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

আটকরা হলেন- কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকার মৃত. রবিউল হকের (রবু) ছেলে মো. এরশাদ (২২) ও একই এলাকার ফুল মিয়ার ছেলে রাজু মিয়াকে (২৫)।

র‌্যাব জানায়, এরশাদ ও রাজু মিয়া দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিলেন। সকালে  নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

The post কুমিল্লায় ২ মাদক ব্যবসায়ী আটক appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2h1p6yZ

December 06, 2016 at 10:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top