কলকাতা, ০৬ ডিসেম্বর- ভারতে নোট বাতিলের পর দিল্লিতে যা করেছিলেন এবার বিধানসভায় দাঁড়িয়েও সেই অবস্থান বজায় রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যে তার প্রতিপক্ষ শিবিরকেও ঐক্যবদ্ধ লড়াইয়ে আহ্বান জানালেন তিনি। রাজনীতির ফারাক রেখে বিরোধীরা তৃণমূল নেত্রীর এই আবেদনে শেষ পর্যন্ত সাড়া দিচ্ছে না। কিন্তু সাধারণ মানুষের হয়রানির প্রতিকার চেয়ে রাজনৈতিক সহমত তৈরির চেষ্টা বিধানসভাতেও নথিভুক্ত করে রাখলেন মুখ্যমন্ত্রী। জাতীয় স্তরে মোদি-বিরোধী জোট গড়ার জন্য সব দলকেই আহ্বান জানিয়েছিলেন মমতা। কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী থেকে সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিসহ সবার সঙ্গেই কথা বলেছেন তিনি। বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরুতে সোমবার নোট বাতিল নিয়ে ১৬৯ ধারায় সরকারি প্রস্তাবের উপর আলোচনায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী তার নিজের রাজ্যের ক্ষেত্রে বিজয়ীসুলভ উদারতা দেখানোর চেষ্টা করেছেন।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2g3kwkm
December 06, 2016 at 04:49PM
06 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top