মুম্বাই, ০৬ ডিসেম্বর- এমনিতেই তিনি সূক্ষ্ম-তনু। এতই রোগা, যে বলিউডের অনেক নায়িকা ভাবেন শ্রদ্ধা কপূরকে ফিটনেসের জন্য কোনও খরচ করতেই হয় না। কিন্তু তিনি নাকি আরও রোগা হবেন! আর তার জন্য মাসে খাবারের পিছনে খরচ করছেন দেড় লাখ টাকা! কিন্তু বলিউডে রোগা হওয়া মানে তো পেটে প্রায় কিল মেরে বসে থাকা! করিনা কপূরের জিরো ফিগার ডায়েটের কথা মনে আছে? পরিণীতি চোপড়াও ফিটনেস মেকওভারের আগে প্রায় হরিমটর খেয়েই থাকতেন! সদ্য আলিয়া ভট্ট বলেছেন, শাহরুখ সারাদিন কফি ছাড়া কিচ্ছু খান না, এবং শট নেওয়ার সময় তাঁর পেট গুড়গুড় করে! কিন্তু শ্রদ্ধা কী এমন ডায়েট শুরু করলেন যে তাঁকে এই পর্যায়ে পকেট শূন্য করতে হচ্ছে? আসলে রোগা হওয়ার জন্য শ্রদ্ধা একজন সেলিব্রিটি ট্রেনার এবং নিউট্রিশনিস্টকে রেখেছেন। তিনিই শ্রদ্ধার এই বহুমূল্য ডায়েট বানিয়েছেন। নায়িকা এখন দিনে ছটা মিল খাওয়ার প্রসেসে আছেন। তাঁর ডায়েটে রয়েছে প্রোটিন, নাট্স, বিন্স আর স্যালাড। আর তার যা উপকরণ, সেগুলোর দাম চোকাতেই দেড় লক্ষ টাকা বেরিয়ে যাচ্ছে মাসে! ক্যাশ ক্রাঞ্চের বাজারে ডায়েটের এমন ক্র্যাশ তো ভয়ানক!



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2gwZaYB
December 06, 2016 at 04:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top