কনভয়ে হামলা, মৃত এক জওয়ান

গুয়াহাটি, ৩ ডিসেম্বরঃ আসাম রাইফেলস জওয়ানদের কনভয়ে অতর্কিতে হামলা চালাল সশস্ত্র জঙ্গিরা। শনিবার অরুণাচল প্রদেশের লংডিং জেলায় ওয়াক্কা এলাকার ঘটনা। মায়ানমার সীমান্ত থেকে ২০ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। প্রতিরক্ষামন্ত্রকের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল চিরঞ্জিত্ কোনওয়ার জানান, এদিন দুপুর ১.৪৫ নাগাদ ওয়াক্কা জেলায় ১৬ আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই এক জওয়ানের মৃত্যু হয়। আহত হয়েছেন আরও নয়জন। যদিও মৃত জওয়ানের নাম বা হামলায় কারা জড়িত এ বিষয়ে কিছু বলেননি কোনওয়ার। তিনি জানান, ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে। এদিনের জঙ্গি হামলায় কারা জড়িত সরকারিভাবে কিছু বলা না হলেও অসমর্থিত সূত্রের খবর, ওয়াক্কায় আসাম রাইফেলসের কনভয়ে যৌথ হামলা চালিয়েছে এনএসসিএন (খাপলাং) ও আলফা (স্বাধীন) জঙ্গিরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2gZlOc8

December 03, 2016 at 11:32PM
03 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top