সিলেট সদর পরিবহন মালিক সমিতি’র নির্বাচন সম্পন্ন

1সিলেট সদর পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেড (রেজিঃ ২৮)-এর নির্বাচন বুধবার (৩০নভেম্বর) সম্পন্ন হয়েছে। উপজেলার ধোপাগুল বাজারস্থ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নির্বাচিত হন মুহিবুর রহমান সুলেমান।
উপস্থিত সদস্যদের অধিকাংশের ভোটে সাধারণ সম্পাদক পদে ফয়ছল কামরান হেলন, সাংগঠনিক সম্পাদক পদে মোজাম্মেল আলম সাদ্দাম, সহ-সভাপতি পদে শহিদ আহমদ, কোষাধ্য পদে আজাদ মিয়া এবং বিনা প্রতিদন্ধিতায় সদস্য পদে মো. সিরাজ উদ্দীন, মো. আবদুল হক, মো. সুমন আহমদ ও মো. সামছুল ইসলাম নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার-এর দায়িত্ব পালন করেন মোঃ মন্তাজ মিয়া। সহকারি নির্বাচন কমিশনার ছিলেন আব্দুল জব্বার, মোঃ আরফান আলী এবং নির্বাচন সচিবের দায়িত্বে ছিলেন মোঃ রবিউল হাসান। উল্লেখ্য, নির্বাচনে সমিতির ১০৫জন ভোটারের মধ্যে ৯৯জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।(বিজ্ঞপ্তি)



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2fTd4It

December 03, 2016 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top