আয়কর ছাড়ের ঊর্ধসীমা বাড়তে পারে

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বরঃ ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের পর থেকে সাধারণ মানুষের  যে হয়রানি চলছে, তাতে আমজনতার একটা বড় অংশের মধ্যে রোষ বাড়ছে। সেই রোষ কমাতেই আমজনতার আয়করের ওপর বড় অঙ্কের ছাড় মিলতে পারে আগামী বাজেটে। বর্তমানে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনো কর দিতে হয়না। কিন্তু সেই ঊর্ধসীমা বেড়ে ৪ লক্ষ হতে পারে। এখন ২.৫-৫ লক্ষ টাকা আয়ে কর দিতে হয় ১০ শতাংশ। এই হারেরও পরিবর্তন হচ্ছে। ১০ লক্ষ টাকা পর্যন্ত ১০ শতাংশ হারে আয়কর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

২০১৬-১৭ এর বাজেটে কর ছাড়ের ঊর্ধসীমা বাড়ানোর পথে হাঁটেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুন জেটলি। যেখানে করদাতার সংখ্যা বাড়ানো অন্যতম লক্ষ, সেকানে একধাক্কায় ঊর্ধসীমা ৪ লক্ষ টাকা করার কাজ এত সহজ হবে না জেটলির কাছে। এখন সরকারে রায় কি হবে তার জন্য ১ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষায থাকতেই হবে আমাদের।



from Uttarbanga Sambad http://ift.tt/2h5TwPK

December 20, 2016 at 06:43PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top