৩০ ডিসেম্বর থেকে মুক্ত ব্যাংক, এটিএম

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ দেশবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তির খবর শোনালো কেন্দ্র।   এবারের ঘোষণা, ৩০ ডিসেম্বরের পর থেকে ব্যাংক, এটিএম থেকে টাকা তোলার ঊর্ধসীমা উঠে যাচ্ছে। খোদ অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী এই আশ্বাস দিয়েছেন। তবে এখনও চাহিদা ও যোগানের মধ্য অনেক ফারাক রয়েছে। ফলে কেন্দ্রের অশ্বাস সত্ত্বেও সাধারণ মানুষের সংশয় কাটছে না। কারণ এখনও বাজারে রয়েছে সাড়ে ১০ লক্ষ কোটি টাকার ঘাটতি।



from Uttarbanga Sambad http://ift.tt/2iaIWoG

December 20, 2016 at 06:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top