ইয়েমেনের এডেনে আত্মঘাতী হামলায় ৪০ সেনা নিহত

00ইয়েমেনের এডেন শহরে এক আত্মঘাতী বোমাহামলাকারীর আক্রমণে কমপক্ষে ৪০ জন সৈন্য নিহত এবং আরো বহু আহত হয়েছে।
খবরে জানা যাচ্ছে, আক্রমণের সময় ওই সৈন্যরা আল-সোলবান নামে এক সামরিক ঘাঁটিতে বেতন নেবার জন্য লাইনে দাঁড়িয়ে ছিল।
আত্মঘাতী হামলাকারী লোকটি বিস্ফোরণ ঘটানোর আগে সৈন্যদের ভিড়ের মধ্যে মিশে গিয়েছিল।
ঘটনার পর ইসলামিক স্টেট বলেছে, তারাই এ আক্রমণ চালিয়েছে। এ সপ্তাহেই ওই একই ঘাঁটিতে তারা আরো একটি আক্রমণ চালায় যাতে ৪৮ জন সেনা নিহত হয়।
ইসলামিক স্টেটের আজকের বিবৃতিতে বলা হয়, (দু’দিন মিলিয়ে) তারা ৭০ জন ‘ধর্মদ্রোহী’কে হত্যা করেছে।
ইয়েমেনে এখন রাজধানী সানা শিয়া হুতি বিদ্রোহীদের দখলে, এবং এডেন শহরটি নিয়ন্ত্রণ করছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট মানসুর হাদি’র অনুগত গোষ্ঠীগুলো।
এই সংঘাতের সুযোগ নিয়ে ইসলামিক স্টেট এবং আল-কায়েদা দক্ষিণ ইয়েমেনে প্রধান জিহাদি গ্রুপ হিসেবে তাদের অবস্থান সংহত করার জন্য প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2i2YWZv

December 18, 2016 at 07:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top