নতুন বছরের প্রথম সপ্তাহে আসছে ‘তুখোড়’

screenshot_2016-12-20-21-00-53

৬ জানুয়ারি মুক্তি পাচ্ছে মিজানুর রহমান লাবু পরিচালিত সিনেমা  তুখোড়। বর্তমানে চলছে সিনেমাটির জোড় প্রচারণা। এরই মধ্যে
প্রচারণার অংশ হিসেবে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর কড়াইল বস্তিতে উপস্থিত হয়েছিলেন “তুখোড়” টিম। সেখানে ছবিটির প্রচারণার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত এই অনুষ্ঠানে ‘তুখোড়ে’র অভিনয়শিল্পীরা সরাসরি কথা বলেন দর্শকদের সঙ্গে এছাড়া সেখানে ‘তুখোড়’ সিনেমার গান ও ট্রেলার প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো জুটিবদ্ধ হলেন নবাগত শিবলী নওমান  এবং কলকাতার অভিনেত্রী রাতাশ্রী দত্ত। ‘তুখোড়ে’ আরো অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা আলীরাজ, বাপ্পারাজ, শিমুল খান, সামিহা খান, সাদিয়া সোমা, রহমতউল্লাহ, মাহমুদুল ইসলাম মিঠু, টুটুল চৌধুরী, রাশেদ মামুন, মিতু ও শায়েরী।পজিটিভ সিস্টেমস এন্ড সাপোর্টস-এর ব্যানারে ‘তুখোড়ে’র কাহিনি লিখেছেন মাহমুদুল হক রাজীব। আর পরিচালনার পাশাপাশি সিনেমার চিত্রনাট্য করেছেন মিজানুর রহমান লাবু।



from ঢাকা – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2hTtelj

December 21, 2016 at 11:14AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top