কলকাতা, ২১ ডিসেম্বর- মহেন্দ্র সিংহ ধোনির উপরে এখন প্রবল চাপ। কে বাড়াচ্ছেন এই চাপ? ধোনির উপরে চাপটা তৈরি করছেন কে, জানাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিরাট কোহলি যেভাবে এগোচ্ছেন, তাতে প্রবল চাপে পড়ে গিয়েছেন ভারতের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। গোটা দেশ যা বলছে বলুক, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় যখন মনে করছেন, তখন নিশ্চয়ই এর মধ্যে সারবত্তা রয়েছে। ইংল্যান্ডকে দুরমুশ করার পরে কোহলি বলেছেন, সবে তো শুরু। আরও বাকি আছে। খুব একটা ভুল বলেননি বিরাট কোহলি। কোহলির দল এখন মেঘের উপর দিয়ে হাঁটছে। একের পর এক টেস্ট জিতেই চলেছে ভারত। যে প্রতিপক্ষ সামনে পড়ছে, সেই প্রতিপক্ষকে উড়িয়ে দিচ্ছে ভারত। প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় আশঙ্কা করছেন, কোহলির বিরাট সাফল্য ধোনির উপরে মারাত্মক চাপ বাড়াবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ রাঁচির রাজপুত্রের কাছে এখন বিরাট পরীক্ষা। টানা ১৮টি টেস্টে অপরাজিত কোহলির দল। টানা পাঁচটি সিরিজ নাগাড়ে জিতেছেন কোহলি। সৌরভ মনে করছেন, বিরাটের এ হেন সাফল্য ধোনির উপরে প্রবল চাপ তৈরি করবে। এমনকী নির্বাচকদের উপরেও চাপ রয়েছে। ২০১৯-এ বিশ্বকাপ। আর বিশ্বকাপের কথা মাথায় রেখেই নির্বাচকদের উচিত দল নির্বাচন করা। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, এটা একদম ঠিক কথা, বিরাটের সাফল্য নির্বাচকদের উপরেও চাপ তৈরি করবে। আমার মনে হয়, বিরাটকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে ওয়ানডে দলের অধিনায়ক একদিন হবেই বিরাট। এটা এখন কেবল সময়ের অপেক্ষা। পুরো ব্যাপারটাই এখন নির্বাচকদের উপরে। ২০১৯ বিশ্বকাপে জাতীয় দলকে কে নেতৃত্ব দেবে, সেটা স্থির করবেন নির্বাচকরা। আমার মনে হয় ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজ (ওয়ানডে) ধোনির জন্য কঠিন হতে চলেছে। ধোনি এখন আর টেস্ট খেলেন না। ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটে দলকে নেতৃত্ব দেন ধোনি। তিনি আর কদিন খেলবেন, তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে শেষবার দেখা গিয়েছে ধোনিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজ ধোনির জন্য অগ্নিপরীক্ষা। আর/১০:১৪/২১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hTNd0H
December 22, 2016 at 05:22AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top