লাকসাম-চাঁদপুর রেল রুটে ঝুঁকিপূর্ণ ৪৫ লেভেল ক্রসিং

মোঃ আবুল কালাম ● পূর্বাঞ্চলীয় রেলওয়ের লাকসাম-চাঁদপুর রুটে ৫৭ কিলোমিটার রেলপথে ৪৫টি লেভেল ক্রসিংয়ে জনসাধার ও যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে।

এসব লেভেল ক্রসিংয়ের বেশিরভাগেরই গেট ও গেটম্যান নেই। আর যেগুলোতে আছে তারাও কর্তব্য সঠিকভাবে পালন না করায় যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। গত ২১শে নভেম্বর হাজীগঞ্জে গেটম্যান না থাকায় দু’জনের প্রাণহানি ঘটে। ৫৭ কিলোমিটার রেললাইনে গাড়ি পারাপারের জন্য ৪৫টি লেভেল ক্রসিং থাকলেও রেলওয়ের তালিকাভুক্ত রয়েছে মাত্র ৯টি। বাকি ৩৬টি রেল ক্রসিংয়ে কোনো গেট ও গেটম্যান নেই।

সরকারি তালিকাভুক্ত ৯টি ক্রসিংসহ ৪৫টি ক্রসিংয়ের ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করছে। অভিযোগ রয়েছে এসব লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে ট্রেন যাতায়াতকালে সঠিকভাবে গেট বন্ধ করে রাখা হয় না।

এদিকে, তালিকাভুক্ত ৯টি ক্রসিংয়ে প্রতিদিন দায়িত্ব পালনের জন্য ২৭ জন গেটম্যান নিয়োগ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। তারা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রতি মাসে বেতনভাতা নিলেও দায়িত্ব পালনে চরম গাফিলতি করছেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ওই সব গেইটম্যান নিজেরা অনুপস্থিত থেকে বহিরাগত লোকজন দিয়ে তাদের কাজ করাচ্ছেন।

সরকারি তালিকাভুক্ত ৯টি ক্রসিংসহ ৪৫টি ক্রসিংয়ের ওপর দিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও সাধারণ মানুষ চলাচল করছে। অভিযোগ রয়েছে এসব লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে ট্রেন যাতায়াতকালে সঠিকভাবে গেট বন্ধ করে রাখা হয় না। ফলে এ পথে যাতায়াতকারী যাত্রীসাধারণ রয়েছেন চরম ঝুঁকিতে। তেমনি মারাত্মক দুর্ঘটনার শঙ্কা নয়ে  চলাচল করছে ছোট-বড় অসংখ্য যানবাহন।

The post লাকসাম-চাঁদপুর রেল রুটে ঝুঁকিপূর্ণ ৪৫ লেভেল ক্রসিং appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2h3uI9b

December 07, 2016 at 11:58PM
08 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top