মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে ব্যাটারী চারিত অটোরিক্সা চালু রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে উপজেলা সদরের বাসিয়া ব্রিজের উপর এই মানববন্ধন কর্মসূচী পালন করেন ব্যাটারী চারিত অটোরিক্সা সতিমির মালিক-শ্রমিকবৃন্দ।
বিশ্বনাথ উত্তর পাড় ব্যাটারী চারিত অটোরিক্সা মালিক ও শ্রমিক সমিতির সভাপতি চেরাগ আলীর সভাপতিত্বে ও উপদেষ্টা এনামুল হক শফিকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির দক্ষিণ পাড় শাখার সভাপতি মোস্তাক আহমদ খান, সহ-সভাপতি শহিদ মিয়া, সাধারণ সম্পাদক পংকি মিয়া, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উত্তরপাড় শাখার সহ-সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক বিলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, শ্রমিকদল নেতা শরিফ উদ্দিন, সমিতির কলেজ রোড শাখার সহ-সভাপতি ইলিয়াছ আলী, সিংগেকাছ শাখার সভাপতি আব্দুর রহমান, বাগিছা বাজার শাখার সভাপতি ছমির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির সভাপতি শামিম আহমদ, কমিশনার জয়নাল মিয়া, বিশ্বনাথ পুরান বাজার বণিক সমিতির সাবেক সভাপতি আরশ আলী, কমিশনার তশিল খান, ব্যবসায়ী আবু বকর সিদ্দিক, হান্নান মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭দিনের মধ্যে যদি দাবি মানা না হয় তাহলে কটুর কর্মসূচী ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী ও উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের কাছে পৃথক স্মারকলিপি প্রদান করেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2gVunWh
December 04, 2016 at 10:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন