লাটাগুড়ি, ২০ ডিসেম্বরঃ শীত পড়তেই সুদূর সাইবেরিয়া, রাশিয়া, কাজাখস্থান থেকে ডুয়ার্সে হাজির হয় বিভিন্ন পরিযায়ী পখিরা। ময়নাগুড়ি ব্লকের তিস্তা ও জলঢাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে আস্তানা বানায় তারা। বিশেষ করে ময়নাগুড়ি ব্লকে দোমহানির তিস্তা ও রামসাই এলাকার জলঢাকা ও মূর্তির সঙ্গম স্থল এদের কলরবে আনন্দ মুখর করে হয়ে ওঠে। এই সুযোগেই পাখি শিকারীরাও ব্যস্ত হয়ে পড়ে পেটের দায়ে। তবে জানা গিয়েছে, এই চোরাকারবারিদের ঠেকানোর জন্যে পরিবেশ প্রেমীদের মিলবে বনদপ্তরের সাহায্য।
বিগত কয়েক বছর ধরেই বৃদ্ধি পেয়েছে এই পাখিদের সংখ্যা। যা চোরা শিকারিদের লোভনীয় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পাখি শিকারের বিরুদ্ধে সচেতন করতে পোস্টারের পাশাপাশি চলছে লিফলেট বিলিও। পরিবেশ প্রেমী সংগঠনের এই উদ্যোগের প্রশংসা করেছে গরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও নিশা গোস্বামী। তিনি জানান, আগামীতেও চলবে পাখি শিকার বন্ধের ওপর নজরদারি।
from Uttarbanga Sambad http://ift.tt/2gXL0iB
December 20, 2016 at 08:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.