যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি নাইট ক্লাবের আগুনে ৪০ জনের মতো মারা যেয়ে থাকতে পারে। তবে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় ওকল্যান্ডের ওই ক্লাবে আগুন লাগে। ওইসময় ইলেকট্রনিক গ্রুপ গোল্ডেন ডোনার আয়োজনে একটি কনসার্ট হচ্ছিল।
ওকল্যান্ডের দমকল বাহিনীর প্রধান তেরেসা ডেলোচ-রিডের উদ্ধৃতি দিয়ে বিবিসি জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৫০-১০০ জন ছিল। তাদের অনেকের সন্ধান এখন পাওয়া যাচ্ছে না।
from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2h0Gf8B
December 04, 2016 at 09:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন