শিলিগুড়ি, ২৩ ডিসেম্বরঃ শিলিগুড়িতে দশম বর্ষে পদার্পণ করল এবারের পৌষ মেলা। শুক্রবার শিলিগুড়ির মহাকালপল্লিতে সূর্যসেন পার্কের পেছনে মহানন্দা নদীর সংলগ্ন এলাকায় শুরু হল এবারের পৌষ মেলা। এদিন পৌষ মেলার পক্ষ থেকে দেবাশীস ঘোষ বলেন, ‘পৌষ মেলা থেকে যা আয় হবে তা গরীবদের সাহায্যে খরচ করা হবে। মেলা চলবে ২ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
এদিন কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মালা প্রাঙ্গনে পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলার উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তরের প্রতিমন্ত্রী স্বপন দেবনাথ। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই ধরনের মেলার আয়োজন করা হয়েছে। নোট বাতিলের প্রভাবের আশঙ্কা কিছুটা রয়েই গেছে। তবে ক্রেতা বা বিক্রেতাদের মেলায় কেনাবেচায় যাতে কোনোরকম অসুবিধা না হয় সে কথা মাথায় রেখেই ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবস্থা করা হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2ioazi5
December 24, 2016 at 05:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন