নিজস্ব প্রতিবেদক ● মেঘনায় আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে মোহাম্মদ লিটন মিয়া (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তার বিরুদ্ধে মেঘনা থানায় চাঁদাবাজি মামলা দায়ের পর তাকে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত লিটন মিয়া উপজেলার করিমাবাদ গ্রামের আবু সালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
মেঘনা থানার ওসি এ কে এম শামসুদ্দিন জানান, মেঘনা উপজেলায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলা করিমাবাদ গ্রামে একটি ব্রিজের নির্মাণ কাজ চলছিল। ওই ব্রিজের ঠিকাদার আওলাদ হোসেনের নিকট মোটা অংকের চাঁদা দাবি করেন লিটন মিয়া। ঠিকাদার বিষয়টি থানা পুলিশ জানালে পুলিশ ওই চাঁদাবাজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে ঠিকাদার বাদী হয়ে থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের পর তাকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
The post মেঘনায় চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার ১ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hLOw41
December 19, 2016 at 05:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.