ঢাকা, ২৬ ডিসেম্বর- বছর শেষ হতে চললো। আর কয়টা দিন। শোবিজে চলছে বছরের হিসেব নিকেশ। কে এগিয়ে আর কেইবা পিছিয়ে আছেন। কার সাফল্য কতটুকু কার ব্যর্থতাই বা কতো। এমনি সময় ছোট পর্দার নন্দিত মুখ উর্মিলা জানালেন তার চলতি বছরের প্রাপ্তি-অপ্রাপ্তির গল্প। উর্মিলা বলেন, ২০১৬ সাল ছিল তার ক্যারিয়ারের সবচেয়ে ব্যস্ততম একটি বছর। যেটি এর আগে কোনো বছর ছিল না। আর সবকিছুই নাটক-টেলিফিল্মের ব্যস্ততা ছিল। তার ভাষ্য, আনলিমিটেড কাজ করছি। এমন মাস গেছে ২৮ থেকে ৩০দিনও কাজ করেছি। গেল দুটি ঈদে বেশকিছু ভালো নির্মাতার সান্নিধ্যে কাজ করেছেন উর্মিলা। আর ওইসব নাটকের স্ক্রিপ্ট ছিল দুর্দান্ত। এটি তিনি বছরের সেরা প্রাপ্তি মনে করছেন। তাছাড়া উর্মিলা অভিনীত নাটকগুলো প্রশংসিত হয়েছে। কাজের ক্ষেত্রে অপ্রাপ্তি আছে? উর্মিলা বলেন, না তেমন কোনো অপ্রাপ্তি আমার এ বছরে নেই। তবে মনের মধ্যে একটু আফসোস আছে সেটা হচ্ছে, কোনো বিজ্ঞাপনে কাজ করা হয়নি এবার। আরো বলেন, ২০১৬ সাল হারানোরও বছর। কারণ এই বছরেই আমি আমার বাবাকে হারিয়েছিলাম। বাবা চলে যাওয়ার পর জীবন কেমন জানি বদলে গেছে। এই শোক কাটিয়ে ওঠা আমার জন্য অনেক কষ্টের। নতুন বছর নিয়ে উর্মিলার তেমন কোনো পরিকল্পনা নেই। বললেন, আমার মা এখনও বেঁচে আছেন। সবার কাছে দোয়া চাই তিনি যেন সুস্থভাবে আরো অনেকগুলো বছর আমাদের মাঝে বেঁচে থাকেন। আর আমি আরো ভালো কাজ সকলের জন্য উপহার দিতে চাই। এটাই প্রত্যাশা। বর্তমানে বিভিন্ন চ্যানেলে উর্মিলা অভিনীত ১০টি সিরিয়াল প্রচারে আছে। এরমধ্যে রয়েছে টাইম, সানফ্লাওয়ার, করপোরেট, আস্থা, বেটার হাফ, ভেগাবন ইত্যাদি। এছাড়া খণ্ড নাটকে অভিনয় করছেন তিনি নিয়মিতই। আর/১২:১৪/২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i03WS3
December 27, 2016 at 06:22AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন