বেশ কিছুদিন ধরেই বাতাসে চাউর হয়েছে রিয়াল মাদ্রিদ ছেড়ে দিচ্ছেন জেমস রদ্রিগেজ। কিন্তু জেমসের প্রতিনিধি জর্জ মেন্ডিজ জানালেন ভিন্ন কথা। রিয়াল ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দেওয়ার গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন জেমসের প্রতিনিধি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদ ছাড়ছেন না রদ্রিগেজ। সময় হলেই এটা জানা যাবে। এদিকে রিয়াল ছাড়বেন কিনা এনিয়ে রদ্রিগেজ বলেন, রিয়ালে আমি খুশি আছি। তবে বিভিন্ন ক্লাব থেকে আমার অফার আসছে। সেটা ভেবে দেখবো। আমি চিন্তা করার জন্য সাতদিন সময় পাচ্ছি। এর আগে নতুন মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি করতে পারেন জেমস রদ্রিগেজ এমন সংবাদ বেশ জোরেশোরেই শোনা যায়। কিন্তু শেষমেশ তিনি মাদ্রিদেই থাকার ইচ্ছাই পোষণ করেন রদ্রিগেজ। গত ২০১৪ সালে ৬৩ মিলিয়ন পাউন্ড খরচায় রদ্রিগেজকে কিনে নেয় রিয়াল। কিন্তু দলের হয়ে আশানুরূপ পারফরম্যান্স না করায় বেশ সমালোচনার মুখে পড়তে হয় কলম্বিয়ান দলনেতাকে। তাছাড়া ইনজুরি আর ফর্মহীনতার কারণে বেশ কয়েকটি ম্যাচে দর্শক হিসেবে থাকতে হয় রদ্রিগেজকে। আর/১২:১৪/২৭ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i8euwi
December 27, 2016 at 06:26AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top