কলকাতা, ২৭ ডিসেম্বর- এ বছরের শেষের দিকে ঢাকাই চলচ্চিত্রে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি মুক্তি পেয়েছে। মুক্তি পাওয়া ছবিগুলো আশানুরুপ সফল হয়নি। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে সাফি উদ্দিন সাফি পরিচালিত মিসডকল শিরোনামে সিনেমাটি। বাপ্পি-মুগ্ধতা অভিনীত সিনেমাটি মুক্তির জন্য সকল প্রস্তুতি সম্পন্নও করেছেন পরিচালক। হঠাৎ করে টলিউডের জিৎ অভিনীত অভিমান সিনেমাটি মুক্তির তারিখ ঠিক করেছে ৩০ ডিসেম্বর। মন্দার বাজারে একই দিনে দুটি বাণিজ্যিক সিনেমা মুক্তি পেলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্থ হবেন প্রযোজক। তাই সিনেমার নামের মতো অনেকটা অভিমান করেই সরে গেল বাপ্পির মিসডকল। এ প্রসঙ্গে মিসডকল সিনেমার পরিচালক বলেন, আমাদের সিনেমার বাজার খুবই ছোট। তাছাড়া সিনেমার মন্দা অবস্থা যাচ্ছে। এমন অবস্থায় একই দিনে দুটি সিনেমা মুক্তি পেলে আর্থিকভাবে লোকসান হবে। তাই বাধ্য হয়েই সরে দাঁড়িয়েছি। তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা সিনেমাটি মুক্তির জন্য সব প্রস্তুতি শেষ করেছি। এভাবে ভিন দেশীয় সিনেমা হঠাৎ করে মুক্তির তারিখ দিয়ে আমাদের আর্থিকভাবে ক্ষতি করছে। কলকাতার সিনেমা বাংলাদেশে মুক্তির বিপক্ষে আন্দোলন করে আসছিল চলচ্চিত্র সংশ্লিষ্টরা। এরপরও অনায়াসে ভারতীয় বাংলা ও হিন্দি সিনেমা মুক্তি পেয়ে আসছে। এ নিয়ে চলচ্চিত্র অংঙ্গনসহ সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। কলকাতার সুপারস্টার জিৎ অভিনীত অভিমানসিনেমাটি আমদানি করেছে খান ব্রাদার্স ফিল্মস। পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া। এর মাধ্যমে ঢালিউড ইন্ডাস্ট্রি বছর শেষ করছে কলকাতার সিনেমা মুক্তি দিয়ে। এখন পর্যন্ত এ সিনেমাটি ৫০টির মতো সিনেমা হলে মুক্তি দেয়ায় প্রক্রিয়া শেষ হয়েছে বলে জানান খান ব্রাদার্স ফিল্মসের কর্ণধার সাইফুল ইসলাম চৌধুরী। রাজ চক্রবর্তীর পরিচালনায় অভিমানসিনেমাটি কলকাতায় মুক্তি পায় গত দুর্গা পূজায়। এটি প্রযোজনা করেছে রিলায়েন্স এন্টারটেইনমেন্ট, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট। সিনেমাটিতে জিতের সঙ্গে জুটি বেঁধেছেন শুভশ্রী। এছাড়াও অভিনয় করেছেন সায়ন্তিকা, খরাজ মুখার্জি, অঞ্জনা বসু প্রমুখ। আর/১২:১৪/২৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2iwd0iB
December 27, 2016 at 06:10AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন