ধূপগুড়ি, ২৬ ডিসেম্বরঃ সোমবার ছিল কামতাপুর লিবারেশন অর্গানাইজেশনের শহীদ দিবস। তাই এদিন জলপাইগুড়ি জেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। পুলিশ সূত্রের খবর, জলপাইগুড়ি জেলার রেল স্টেশনগুলিতে বসানো হয়েছে মেটাল ডিটেক্টর। বাস স্ট্যান্ডেও ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার।
জানা গেছে, জলপাইগুড়ি জেলার সাতটি থানা এলাকায় গত ছয়মাস ধরেই একটি করে স্থায়ী নাকা চেকিং পয়েন্ট রাখা হয়েছে। এছাড়া জেলা পুলিশের এক কর্তা বলেন, স্পর্শকাতর এলাকাগুলিতে পুলিশের কুকুর দিয়েও নজরদারি চালানো হচ্ছে। জেলা ডেপুটি পুলিশ সুপার (ক্রাইম) বিদ্যুৎ তরফদার জানান, ‘জানুয়ারি মাস পর্যন্ত এমন নজরদারি জেলাজুড়ে চালানো হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2hnqbAP
December 26, 2016 at 11:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন