দার্জিলিং, ২৬ ডিসেম্বরঃ দার্জিলিং এবং সিকিমে মোটর বাইক পাচার চক্রের মূল অভিযুক্ত মেডাল মাঝি সহ দুইজনকে গ্রেফতার করল দার্জিলিং থানার পুলিশ। রবিবার রাতে আলুবাড়ি রোড এলাকা থেকে কালিম্পংয়ের বাসিন্দা মেডাল, মালবাজারের বাসিন্দা পরাণ বিশ্বাস সহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। দার্জিলিং-এর পুলিশ সুপার অমিত জাভালগি জানিয়েছেন, ‘গত কয়েক বছরে প্রায় সাড়ে তিনশো মোটর বাইক চুরি করেছে মেডাল ও তার দল।’ গত মাসে এবং চলতি মাসের প্রথম সপ্তাহে দার্জিলিং-এর সদর হাসপাতাল থেকে চুরি হয় তিনটি বাইক। এরপর হাসপাতালের ভিডিও ফুটেজ দেখে শুরু হয় তদন্ত। ধৃতদের সোমবার দার্জিলিং জেলা আদালতে তোলা হয়। আদালত ধৃতদের একদিনের পুলিশ হেপাজতে পাঠিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2i8183n
December 26, 2016 at 10:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.