বিশ্বনাথে দুই আলোকিত সন্তানকে নিয়ে প্রেসক্লাবের মতবিনিময়

82

মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বাংলাদেশের সাবেক জজ, যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা মো. আব্দুল মতিন এবং ব্রিটেনের ওল্ডহ্যামে ১ম বাংলাদেশী মেয়র ও  ৭বারের নির্বাচিত কাউন্সিলর আব্দুল জব্বারের স্বদেশে শুভাগমন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বিশ্বনাথ প্রেসক্লাবের আয়োজনে স্থানীয় একটি রেষ্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার বলেন, দেশের প্রতি এই দুই ব্যক্তির ভালবাসা দেখে আমি মুগ্ধ। কিছু ক্ষেত্রে তারা কষ্ট পাওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। স্বাধীনতার ৪৫ বছরে আমরা অনেক এগিয়ে যাচ্ছি। বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে প্রবাসীদের অবদানে আমরা গর্বিত।

প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামালউদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের ও বর্তমান যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথের কৃতি সন্তান যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা মো. আব্দুল মতিন, ব্রিটেনের ওল্ডহ্যামে ১ম বাংলাদেশী মেয়র ও ৭ বারের নির্বাচিত কাউন্সিলর আব্দুল জব্বার।

সংবর্ধিত অতিথির বক্তব্যে বাংলাদেশের সাবেক জজ আব্দুল মতিন বলেছেন, নাড়ীর টানে আমরা দেশে আসি। প্রত্যেকটা জিনিস তার মুলের দিকে ধাবিত হয় ফলে জন্মমাটিতে বার বার আসি। তিনি বলেন, আজ ড. ইউনুছকে আমরা সম্মান করছিনা। যে ব্যক্তি আজ বহি:বিশ্বে দেশের সুনাম বৃদ্ধি করছেন। সৎ লোকেরা নেতৃত্বে আসছেনা যার কারণে এখনও আমরা পিছিয়ে আছি।

সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের লুটন বারা কাউন্সিলের সিনিয়র কর্মকর্তা মো. আব্দুল জব্বার বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি লাভ করতে পারেনা। শিক্ষাকে গুরুত্ব দিয়ে আমাদের দেশ ও জাতিকে আরো এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে প্রবাসীরা কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সিতাব আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ইমাদউদ্দিন, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, বিশ্বনাথ কেন্দ্রীয় সাহিত্য সংসদের সভাপতি ফখরুল ইসলাম খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক জয়নাল আবেদীন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত বিশ্বনাথের দুই কৃতি সন্তানের সংক্ষিপ্ত পরিচিতি পেস করেন প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন।

অনুষ্টানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ, উপজেলা জাপা নেতা সালেহ আহমদ তোতা, বিশ্বনাথ গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ডা. প্রবির কান্ত পিংকু, ব্যবসায়ী আবু সালেহ মো. নাছির, শিক্ষাবিদ মাওলানা আব্দুর রউফ, তৈমুছ আলী, প্রেসক্লাবে সদস্য অসিত রঞ্জন দেব, নুরউদ্দিন মোঃ আবুল কাশেম , সংগঠক ডাক্তার শেখ মো. আব্দুল আউয়াল, নুরুল ইসলাম, সায়েস্তা মিয়া, আব্দুল মতিন রনি, হাবিব চৌধুরী, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি সামছুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক ফখরুল আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, আম্বায়ার সুহেল মিয়া, ব্যাট মিন্টন এসোসিয়েশনের সাবেক সভাপতি নুরুল ইসলাম, ক্রিড়াবিদ হিরা মিয়া, উপজেলা তরুণ পার্টি আহবায়ক সুহেল মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দুই প্রবাসীকে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iaJDBM

December 26, 2016 at 11:10PM
26 Dec 2016

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top