নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লায় এক সাথে ৫ সন্তানের জন্ম দিয়েছেন তানজিনা আকাতার সুমাইয়া নামের এক নারী। তার মধ্যে একজন মেয়ে শিশু মৃত জন্ম নেয়।
হাসপাতালে ইনকিউবেটর ও রেডিয়েন্ট ওয়ার্মার নষ্ট থাকায় ৪শিশুর জীবনও হুমকিতে রয়েছে। শিশুদেও ২জন ছেলে ও ২জন মেয়ে। ওই নারী বরুড়া উপজেলার দোলুয়া গ্রামের প্রবাসী হাফেজ তোফাজ্জল হোসেনের স্ত্রী। রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের স্বাভাবিক ভাবে প্রক্রিয়ায় জন্ম হয়।
হাসপাতালের সূত্র জানায়, অপরিণত বয়সে জন্ম নেওয়া এই শিশুদের নিয়ে বিপাকে আছেন চিকিৎসকরা। হাসপাতালে ইনকিউবেটর ও রেডিয়েন্ট ওয়ার্মার না থাকায় শিশুদের অবস্থা অবনতি হচ্ছে।
প্রসূতি সুমাইয়ার খালা সালেহা বেগম জনান, পরিবারের লোকেরা আল্ট্রাসনোগ্রাম করে জানতে পারেন সুমাইয়ার গর্ভে পাঁচ সন্তান রয়েছে। গর্ভের সন্তানের ৭মাস বয়সে তাকে ভর্তি করা হয় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগে। রবিবার ভোররাতে প্রসব বেদনা উঠে সুমাইয়ার। ইন্টার্নি চিকিৎসক তানজিনা নাহার লাবনী প্রসূতির স্বাভাবিক প্রসব করান।
ইন্টার্নি চিকিৎসক তানজিনা নাহার লাবনী জানান, সকাল সাড়ে ৬টার দিকে সুমাইয়া প্রথম বাচ্চা স্বাভাবিকভাবে প্রসব করেন। এর ঘণ্টাখানেক পর সাড়ে সাতটায় দ্বিতীয় বাচ্চা এবং ১৫ মিনিট পর সাড়ে সাতটায় দ্বিতীয় বাচ্চা এবং ১৫ মিনিট পর তৃতীয় বাচ্চা প্রসব করেন। তৃতীয় বাচ্চা প্রসবের ১০ মিনিট পর ২টি বাচ্চা একই সময়ে প্রসব করেন। এর মধ্যে একজন মেয়ে শিশু মৃত ছিল।
শিশু ওয়ার্ডের দায়িত্বে থাকা স্টাফ নার্স শিল্পী বেগম কুমিল্লার বার্তা ডটকমকে জানান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রের ১৩টি ইনকিউবেটরের সব গুলো নষ্ট। ১২টি রেডিয়েন্ট ওয়ার্মারের মধ্যে ৪টি নষ্ট।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী রেজিষ্টার ডা. মো: দেলোয়ার হোসেন জানান, নবজাতকদের দুইজনের ওজন ৯০০ গ্রাম, একজনের ৯৫০ গ্রাম ও অন্যজনের ওজন এক কেজি। ইনকিউবেটর না থাকায় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অপরিণত এই ওজনের বাচ্চাদের ২জনের অবস্থা বেশি খারাপ।
ছবিঃ প্রতিকি
The post কুমিল্লায় এক নারী জন্ম দিলেন ৫ সন্তান! appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2g8cLHZ
December 04, 2016 at 10:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন