উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ইন্টারনেট ছাড়া যেন আজকে আমাদের জীবন ভাবাই যায় না। গোটা দুনিয়া আজ হাতের মুঠোয় আবদ্ধ। ইন্টারনেটেরই আরেকটি মাধ্যম হল ওয়াই ফাই। কিন্তু সেটা কতটা ক্ষতিকারক আমাদের জন্য তা হয়তো জেনেও আমরা অনেকেই না জানার ভান করে থাকি বা হয়তো সত্যিকারেরই জানিনা। এর কুপ্রভাব থেকে শুধু মানুষ কেন উদ্ভদও রক্ষা পায় না। তাই অবশ্যই কয়েকটি ক্ষেত্রে এর ব্যবহার এড়িয়ে চলা উচিত।
ক্লান্তি, মনোযোগের সমস্যা, ঘুমের সমস্যা, মাথার যন্ত্রণা এসবই হতে বাধ্য এর অতিরিক্ত ব্যবহারে। আমাদের জীবনযাপনের পদ্ধতির ওপর নির্ভর করে এর ব্যবহার সম্পূর্ণ ভাবে হয়তো বা বন্ধ করা যাবে না, কিন্তু এর কুপ্রভাব কিছুটা হলেও কমানো যেতে পারে যদি অকারণে ওয়াই ফাই বন্ধ রাখা হয় অথবা শোবার সময় এটি বন্ধ রাখা হয়। রান্নাঘর বা বোডরুমে রাউটার না লাগানো হয়। যতটা সম্ভব কেবল-এর মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করা।
from Uttarbanga Sambad http://ift.tt/2i24x5w
December 27, 2016 at 12:18PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন