কলকাতা, ২৭ ডিসেম্বর- নোটবাতিল নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে ১৬টি বিরোধী দলকে একত্রিত করেছিল কংগ্রেস। লোকসভা ও রাজ্যসভায় এবং সংসদের বাইরেও সমন্বয় রেখে আন্দোলন চলছিল একজোটে। একে অপরের মুখ দেখে না এমন রাজনৈতিক দলগুলিও কংগ্রেসের নেতৃত্ব একজোট হয়ে বিক্ষোভ দেখিয়েছিল। পশ্চিমবঙ্গের তৃণমূল ও বামদলগুলি, তামিলনাড়ুর ডিএমকে ও এআইডিএমকে, উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি ও বহুজন সমাজপার্টি হাত ধরে আন্দোলন করতে পিছপা হয়নি। সংসদের আন্দোলনের সুর ধরে কংগ্রেস নেতারা সংসদের বাইরেও নোটবাতিল-বিরোধী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন। মঙ্গলবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর নেতৃত্বেই সেই বৈঠক হওয়ার কথা। তারপর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিজেপি-বিরোধী শিবিরের যৌথ সাংবাদিক সম্মেলন হওয়ার কথা। কিন্তু কংগ্রেসের এই উদ্যোগ বৈঠক শুরুর আগেই ধাক্কা খেয়েছে। নোটবাতিল নিয়ে এমন বৈঠকের খবর পেয়ে এককথায় সেই বৈঠকে যোগ দিতে রাজি হয়ে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার সদলবলে তিনি দিল্লি রওনাও হয়ে যান। কিন্তু বাধ সাধে বামদলগুলি-সহ জে়ডিইউ, বিএসপি। আর তাদের আপত্তির অন্যতম কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি। সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়ে দেন, মমতাকে কংগ্রেস এই বৈঠকে ডাকলেও ত্রিপুরা, কেরল বা অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের ডাকল না কেন? কেনই বা বৈঠকের আলোচ্যসূচী নিয়ে আগে থেকে কিছুই জানাল না তারা। শুধু একটি তারিখ বলে দিলেই বিরোধী দলের মধ্যে সমন্বয় তৈরি করা যায় না। জেডিইউ প্রথমে রাজি হলেও পরে মমতার উপস্থিতির কথা শুনে বেঁকে বসেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তাঁকে আমন্ত্রণ না জানানোর কারণে তাঁর দলও বৈঠক এড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও মুখে তারা বলছে, এই বৈঠকের আলোচ্যসূচী তাদের কাছে স্পষ্ট নয়। অন্যদিকে মুলায়মের দল ও মায়বতীও বৈঠকে যোগদান নিয়ে ধোঁয়াশা রেখেছে। ফলে দেখা যাচ্ছে মমতা ছাড়া কোনও দলের শীর্ষ নেতারা বিজেপি-বিরোধী এই বৈঠকে সামিল হচ্ছেন না। কংগ্রেস তবুও হাল ছাড়ছে না। কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, কে কে বৈঠকে আসবেন তা বৈঠকের সময়েই জানা যাবে। কেউ প্রথম বৈঠকে না আসলেও পরের বৈঠকে আসতেই পারেন। তবু মনে হচ্ছে মমতার উপস্থিতিই যেন নোচবাতিল নিয়ে আন্দোলনে বিরোধী ঐক্যে ফাটল ধরিয়ে দিল।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hiYR37
December 27, 2016 at 06:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top