টরন্টো, ১৭ ডিসেম্বর- গত ১৬ই ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখা বাংলাদেশের ৪৫তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। শীতের তীব্রতা উপেক্ষা করে অনুষ্ঠানস্থলে ছুটে এসেছিলেন কমিউনিটির সর্বস্তরের মানুষ। অনুষ্ঠানে উদীচী কানাডা শাখার পক্ষ থেকে টরন্টো অবস্থানরত তিনজন বীর মুক্তিযোদ্ধা, যথাক্রমে মাশুক মোহাম্মাদ, গৌরাঙ্গ দেব এবং ডঃ আজিজুল হক-কে সম্বর্ধনা প্রদান করা হয়। যুদ্ধের স্মৃতিচারনায় তাঁরা স্বাধীনতা যুদ্ধের পটভুমি, আদর্শ এবং গণমানুষের আকাংখা সম্পর্কে বর্ণনা করেন। প্রতীকী জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পনের মধ্যে দিয়ে শুরু হয় প্রথম পর্বের অনুষ্ঠান। এই পর্বে অংশগ্রহন করেন এবং বক্তব্য রাখেন টরন্টোর বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যক্তিত্ত্ব। দ্বিতীয় পর্বে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ক্যানাডা শাখার পরিবেশনায় নাচ, গান এবং কবিতার সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক পর্বের সুচনা হয় শাখার সহ সভাপতি সঙ্গীত শিল্পী নাহিদ কবীর কাকলী এবং উদীচীর নিজস্ব শিল্পীদের কাকলী জাতীয় সঙ্গীত পরিবেশনা দিয়ে। সাংস্কৃতিক পর্ব উপস্থাপনা করেন তরুণ প্রজন্মের শিল্পী সূচনা দাস বন্দনা এবং প্রখ্যাত উপস্থাপক চয়ন দাস। নৃত্যাংশে অংশ নেয় উদীচীর ভবিষ্যত প্রজন্মের সম্ভাবনাময় শিল্পী সুচনা দাস বন্দনা, সৃজনী মল্লিক, শ্রাবন্তী চক্রবর্তী, এবং শ্রেয়সী, এ অংশ পরিচালনায় ছিলেন উদীচীর বিভাগীয় সম্পাদক নৃত্য শিল্পী ও পরিচালক তাপস দেব। সম্মিলিত গণসঙ্গীত, একক সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে ছিলেন নাহিদ কবীর কাকলী, মুক্তি প্রসাদ, স্বপ্না দাস, প্রতিমা দাশ, সুনীতি সরদার, জুলিয়া নাসরিন, অনুপ সেনগুপ্ত, পাপড়ী গোস্বামী, সুভাষ দাস, সজীব চৌধুরী, স্নিগ্ধা চৌধুরী, রিনি শাখাওয়াত, সোলাইমান তালুত রবীন, শাহাবুদ্দিন স্বপন, হাসমত চৌধূরী জুঁই, রেজা অনিরুদ্ধ, হোসনে আরা জেমী ছাড়াও আরো অনেকে। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কানাডা শাখার সভাপতি আজফর সৈয়দ ফেরদৌস এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সহসাধারণ সম্পাদক অনুপ সেনগুপ্ত।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hdUIyx
December 18, 2016 at 02:55PM
এই সম্পর্কিত আরও সংবাদ...
ফিলাডেলফিয়ার রাজনীতিতে বাংলাদেশি অভিবাসীদের জয়জয়কার
07 Oct 20200টিপেনসিলভানিয়া, ৭ অক্টোবর- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার সনদ যে নগরীতে গৃহীত হয়েছিল, সেই ফিলাডেলফিয়ার রাজন...আরও পড়ুন »
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসী হামলার গোলাপগঞ্জের যুবক নিহত
05 Oct 20200টিকেপটাউন, ০৫ অক্টোবর- দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় সিলেটের গোলাপগঞ্জের যুবক জাকির হোসেন (৩৫) ন...আরও পড়ুন »
নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে হট্টগোল
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আওয়ামী লীগের সমাবেশে আবারও হট্টগোলের ঘটনা ঘটেছে। বাংল...আরও পড়ুন »
নিউইয়র্কে গাড়ির ধাক্কায় বাংলাদেশি যুবকের মৃত্যু
03 Oct 20200টিনিউইয়র্ক, ০৩ অক্টোবর-যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জেরিকোর লং আইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হেঁটে যাওয়ার সম...আরও পড়ুন »
জার্মানিতে বাংলাদেশি প্রবাসীর শতাধিক বাড়ি
02 Oct 20200টিবার্লিন, ০২ অক্টোবর- নিজের জমানো টাকায় কিশোর বয়স থেকে ব্যবসা শুরু করে জার্মানিতে এখন শতাধিক বাড়ির ম...আরও পড়ুন »
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.