ড. একেএম আব্দুল মোমেনের সাথে অটোরিক্সা শ্রমিক নেতৃবৃন্দের সাক্ষাত

 

জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থানীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. একেএম আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাত করেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর নেতৃবৃন্দ। সোমবার সকাল ১১টায় নগরীর বন্দরবাজাস্থ হাফিজ কমিউনিটি সেন্টারে এ সাক্ষাত করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, ১৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ মিয়া, অর্থ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংবাদিক মনিরুজ্জামান রনি, মুক্তিযোদ্ধা শাখার শ্রমিক নেতা শামছুল হক সামছু, মোরাদ আহমদ প্রমুখ।
সৌজন্য সাক্ষাত কালে সিলেটে চার লেন কাজের জন্য ড. একেএম আব্দুল মোমেনকে নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আরো ২ লেনে উন্নীত করার কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। এ চুক্তির ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন ও পর্যটনের নতুন সম্ভাবনা দেখতে শুরু করেছেন সিলেটের মানুষ। মহাসড়কটি শুধু যোগাযোগের ক্ষেত্রে নয়, এর মাধ্যমে শিল্পায়নে পিছিয়ে পড়া সিলেটে ঘটতে পারে শিল্পবিপ্লব। তাই সিলেট থেকে উক্ত কাজের উদ্বোধন করারও আহ্বান জানান নেতৃবৃন্দ।
সাক্ষাত শেষে নেতৃবৃন্দ ড. একেএম আব্দুল মোমেন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

 

 



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jhvII5

January 11, 2017 at 12:59PM
11 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top