ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি ও সিলেট বিভাগ কালচারাল পর্ষদ কর্তৃক আয়োজিত, বাংলাদেশে আধুনিক ধারার চলচ্চিত্র নির্মাণের আলোকিত কারিগর ডিজিটাল বাংলা ছবির মাস্টার মেকার সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক চলচ্চিত্র পরিচালক ইফতেখার চৌধুরী কে সিলেটের একটি হোটেলে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রধান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুস্টানে প্রফেসর আফজাল হোসেনের সঞ্চালনায় ও জুলফিকার তাজুলের সভাপতি তে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যাক্তিত দৈনিক জালালাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক জনাব আবদুল কাদের তাপাদার, বিশেষ অতিথি ছিলেন লন্ডন বাংলা টাইমস পত্রিকার সিলেট বুর্েযা চিফ আবু তালেব মুরাদ, লেখক কলামিস্ট নজরুল ইসলাম বাসন, নাট্য অভিনেতা ও এটিএন বাংলা ইউকে এর ব্যুরো চিফ শাফি ইসলাম শফিক, সিলেট জেলা প্রেসক্লাব এর ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক এবং চ্যানেল আই ইউরোপের সিলেট বুর্েযা চিফ
ফয়সাল আহমেদ মুন্না, নাট্য নির্মাতা ইমরান সানি, সিলেটের আঞ্চলিক ভাষায় জনপ্রিয় নাট্য অভিনেতা শাহেদ মুশাররফ (খটাই), সিলেট বিভাগ কালচারাল পর্ষদ সভাপতি আব্দুর রব তাপাদার, ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি সেক্রেটারি মনজুরুল ইসলাম, দৈনিক সিলেটের ডাক এর স্টাফ রিপোর্টার তামিম মজিদ, প্রমুখ।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2jC9sM9
January 11, 2017 at 01:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.