গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনপ্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত হলেন জেলা পরিষদের নব- নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান

গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের জনপ্রতিনিধিদের ভালোবাসায় সিক্ত হলেন সিলেট জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান। গতকাল শুক্রবার দুপুরে সিলেট নগরীর শেখঘাটে কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি সরওয়ার হোসেনের আয়োজনের প্রীতিভোজ শেষে নব-নির্বাচিত চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সিলেট জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান দায়িত্ব পালনে আগামী দিনে সিলেটের সকল জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এখন উন্নয়নের জোয়ার বইছে। এজন্য তৃনমুলের উন্নয়নে তিনি দায়িত্বভাব গ্রহনের পরপরই কাজ শুরু করবেন জানান। বলেন, জীবনের শেষ বয়সে এসে পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করতে চাই।
অনুষ্টানের আয়োজক কানাডা আওয়ামী লীগের প্রতিষ্টাতা সভাপতি সরওয়ার হোসেন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাঙ্খিত বাংলাদেশ এখন বেশি দুরে নয়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছে। আর জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তি দিয়ে বিশ্বের কাছে উন্নত দেশে পরিনত করতে যাচ্ছেন। প্রবীন নেতা এডভোকেট লুৎফুর রহমানের নেতৃত্বে সিলেটের তৃনমুলে উন্নয়ন ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি আনম শফিকুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, আওয়ামীলী নেতা সাবেক কাউন্সিলর ফয়জুল আলোয়ার আনোয়ার, দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ, বিয়ানীবাজার আওয়ামীলীগের সভাপতি মঈনুল ইসলাম, গোলাপগঞ্জ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলাদেশ টেলিভিশন ও দৈনিক উত্তরপূর্বের সম্পাদক আজিজ আহমদ সেলিম, সিলেট প্রেসক্লাব ফাউন্ডেশনের সভাপতি ও ইন্ডিপেন্ডেট টেলিভিশনের ব্যুরো চীফ আল আজাদ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন এবং নিউজ২৪ টেলিভিশনের সিলেট ব্যুরো শাহ দিদার আলম নবেল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও যমুনা টেলিভিশনের সিলেট ব্যুারো চীফ মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের সিলেট ব্যুারো চীফ সজল ছত্রী, বিয়ানীবাজার উপজেলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম, জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য এডভোকেট মুজিবুর রহমান, সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বেগম, সিকৃবির রেজিস্টার বদরুল ইসলাম সুয়েব, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, বাঘা ইউনিয়নের চেয়ারম্যান সানা মিয়া, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, বুধবারীবাজার ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাব উদ্দিন কামাল, শরীরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান এম এ মুহিত হীরা, ঢাকা দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সহ বিভিন্ন ইউনিয়নের সদস্যবৃন্দ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক লায়ন আহমেদ হোসেন বাবুল, কুড়ারবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মবশ্বির আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুহেল আহমদ সুহেল, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুহেদ, বাদেপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল কাদির, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওদুদ এমরুল, সহ সভাপতি আব্দুল খালিক, সিলেট মহানগর ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক আব্দুল মালিক শাপলু, বাংলাদেশ বেসরকারী ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক নাজমূল আমিন, শাহ আমজাদ লাভলু, কামরান আহমদ, মতিউর রহমান তুহিন, গোলাপগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি কামরান আহমদ প্রমুখ।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2j22vRg

January 07, 2017 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top