দুর্নীতিমুক্ত চাকরি, প্রশাসনের সর্বস্তরের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা, নিয়োগ বাণিজ্য বন্ধ ও উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জানুয়ারি সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ যুব মৈত্রী। সংগঠনের সভাপতি মোস্তফা আলমগীর রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স, সহ সভাপতি জাহাঙ্গীর আলম ফজলু, সহ সাধারণ সম্পাদক আব্দুল আহাদ মিনার, রফিকুল ইসলাম সুজন, ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির বিরুদ্ধে জনতার প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলতে যুব মৈত্রীর লাগাতার সংগ্রাম এই কর্মসূচির মাধ্যমে শুরু হলো। বেকারদের চাকরির প্রলোভন দেখিয়ে এবং চাকরি পাইয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে এক শ্রেণির দুর্নীতিবাজ লুটপাটতন্ত্র চালু রেখেছে। ছোট-বড় উন্নয়ন প্রকল্পসহ সরকারি ও বেসরকারি প্রায় সকল খাতে দুর্নীতির মচ্ছব চলছে। এর বিপরীতে দুর্নীতি দমন কমিশনকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনি যদি যুদ্ধাপরাধীদের মতো ভয়ঙ্কর মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারেন, তাহলে দুর্নীতিবাজদের বিচার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নজির স্থাপন করুন।’
তারা বলেন, দেশে চলমান গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সকল স্তরের দুর্নীতিবাজদের বিরুদ্ধে শুধু মামলা করে বসে থাকলে চলবে না, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। শুধুমাত্র দুর্নীতির কারণে জাতীয় প্রবৃদ্ধির আড়াই শতাংশ ধ্বংস হয়ে যায়। দুর্নীতি বন্ধ করতে পারলে বাংলাদেশ জাতীয় প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বিশ্বে নজির স্থাপন করবে। এই সর্বগ্রাসী দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের কারণে কোটি যুবকের স্বপ্ন ও জীবন ধ্বংস হয়। তাই সর্বস্তরের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকৃত যোগ্য ও মেধাবীদের নিয়োগের সুযোগ তৈরি করতে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে হবে।
সমাবেশে দুদক চেয়ারম্যানের সাম্প্রতিক বক্তব্য প্রসঙ্গে যুব মৈত্রীর নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনকে ‘পরিহাস মাত্র’ না বলে দুর্নীতির বিরুদ্ধে যারা আন্দোলন করছেন তাদের সহযোগিতা নিয়ে উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বন্ধ করে দেশের উন্নয়ন নিশ্চিত করুন।
নেতৃবৃন্দ বলেন, দুর্নীতির বিরুদ্ধে সর্বাত্মক সংগ্রাম বাংলাদেশ যুব মৈত্রীর অঙ্গিকার।
সমাবেশ থেকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল ৭ জানুয়ারি সকল জেলায় একই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করার আহ্বান জানানো হয়।
from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2j1R1gB
January 07, 2017 at 07:16PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন